পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার সেড়ুয়া গ্রামে একটি বাড়িতে বিদ্যুত সংযোগের কাজ চলাকালীন পড়ে থাকা তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গৃহকর্তার।মৃতের নাম বিনয় বাগ(৩১)। শনিবারের ঘটনা। এদিন রবিবার দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
মৃতের পরিবার ও প্রতিবেশীরা জানান শনিবার বিনয় বাগের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তারা সার্ভিস লাইনের তার একদিকে জুড়ে ওই অবস্থায় তারটি ফেলে রেখে খাওয়াদাওয়া সারতে যায়। সেসময় পাড়ার একটি শিশু রাস্তায় খেলা করতে করতে ওই তারে বিদ্যুতস্পৃষ্ট হয়।
বিনয় বাগ বিষয়টি লক্ষ্য করে তাকে বাঁচাতে যান। তবে শিশুটি রক্ষা পেলেও শরীরে তার জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হন বিনয়। তাকে তরিঘরি ভাতার ব্লক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় বিদ্যুৎকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবার । প্রতিবেশীরা মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।