পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতের পানুয়া গ্রামের এক যুবক গতকাল বাড়ির কারেন্ট ঠিক করতে গিয়ে বৈদ্যুতিক শক খায়,। ওই ব্যক্তির নাম জয়দেব মল্লিক বয়স 34 বছর। বাড়ির লোকজন তাকে তড়িঘড়ি ভাতার স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।
আজ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে ওই মৃতদেহটিকে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া। পরিবার সূত্রে খবর ওই যুবকের বাড়িতে রয়েছে একটি আট মাসের পুত্র সন্তান, ও 4 বছরের একটি কন্যা সন্তান।
সব মিলিয়ে ওই পরিবারটি বর্তমানে অসহায় হয়ে পরলো। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া l