বাঁকুড়া : সাত সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের । মৃতের নাম ঋক মণ্ডল । বয়স আনুমানিক চৌদ্দ বছর । রবিবার ভোর পাঁচটা নাগাদ সোনামুখী থানার ধুলাই গ্রামের ঘটনা ।
স্থানীয় সূত্রে খবর , ধুলাই গ্রামে মেলা বসেছে । বাড়িতে টিভি দেখার ফাঁকেই কোন এক সময় সে মেলা দিকে ঘুরতে যায় । সেখানেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয় । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে স্থানীয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।