পূর্ব বর্ধমান জেলার রায়না 1 ব্লকের মিরেপোতা বাজার সংলগ্ন বর্ধমান আরামবাগ রোডে ঘটে গেলো এক পথ দুর্ঘটনা। একটি মহেন্দ্র টি ইউ বি থ্রি হান্ড্রেড গাড়ি বর্ধমান থেকে একলক্ষী যাচ্ছিল বর্ধমান আরামবাগ রোড ধরে। সামনের দিক থেকে একটা ট্রাক এসে রাস্তা থেকে চেপে দেয়। সেই মুহূর্তে ড্রায়ভার নিজেকে বাঁচানোর জন্য সাইড দিয়ে কাটিয়ে দিয়ে নামিয়ে দেয়। সেই সময় বৃষ্টি পড়ছিল।
গাড়িতে ছিলেন দুজন। হতাহতের কোনো খবর নেই। গাড়ি কিছু ক্ষয়-ক্ষতি হয়েছে, বলে জানিয়েছে গাড়ির থাকা সৌমেন দাঁ বলে এক ব্যক্তি। বর্ধমানের আদর্শ পল্লীর বাসিন্দা তিনি।তাদের নিজেদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে সেহারাবাজার ফাঁড়ির পুলিশ সঙ্গে সঙ্গে এসে হাজির হয় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।