আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পাঁইটা জে.এম. হাই স্কুলে অনুষ্ঠিত হলো পুনর্মিলন উৎসব ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

একটা সময়ের পর প্রায় সকলের মনেই উঁকি দেয় সেই চেনা প্রশ্ন— “যদি আবার ফিরে পাওয়া যেত ছোটবেলার দিনগুলো!” সময়কে পিছিয়ে আনা যায় না ঠিকই, কিন্তু সেই ছোটবেলার স্মৃতি আর প্রিয় বন্ধুদের একত্রিত করার এক অপূর্ব সুযোগ এনে দিল পাঁইটা জে.এম. হাই স্কুলের পুনর্মিলন উৎসব।

বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এই বিশেষ অনুষ্ঠান। বহু বছর পর আবার প্রিয় বিদ্যালয়ে ফিরে এসে যেন সবাই ফিরে পেল হারিয়ে যাওয়া শৈশবের দিনগুলো—হাসি, আড্ডা আর অজস্র স্মৃতির ঝাঁপি খুলে বসে সবাই।

এই পুনর্মিলনে উপস্থিত ছিলেন সেই সব কৃতী প্রাক্তনী, যারা এই বিদ্যালয় থেকেই শিক্ষা নিয়ে আজ দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ,শিক্ষক থেকে শুরু করে স্কুল পরিদর্শক—বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন পাঁইটা জে.এম. হাই স্কুলের প্রাক্তনীরা।

সকলের উপস্থিতিতে নতুন রূপে সেজে উঠল বিদ্যালয় প্রাঙ্গণ। আনন্দ, আবেগ ও গর্বের মেলবন্ধনে গোটা পরিবেশ হয়ে উঠল প্রাণবন্ত ও উৎসবমুখর। এই পুনর্মিলন শুধু একটি অনুষ্ঠান নয়—এ যেন স্মৃতি, ভালোবাসা আর গর্বের এক অনন্য উদযাপন।

See also  কলকাতার অতিপরিচিত মোহাম্মদ আলী পার্কের দুর্গা পুজো অনুষ্ঠিত হলো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি