আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তদন্তের কাজ সেরে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু পুলিশ অফিসারের

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়

 

 

তদন্তের কাজ সেরে থানায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যুহল এক পুলিশ অফিসারের।মৃত ওই পুলিশ অফিসারের নাম বিলাশ সাধুখাঁ(৪৭)।মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ২ নম্বর জাতীয় সড়কে।হুগলীর মগরা নিবাসী এই পুলিশ অফিসার পূর্ব বর্ধমানের মাধবডিহি থানায় কর্মরত ছিলেন। বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে মৃত পুলিশ অফিসারের দেহের ময়নাতদন্ত হয়। ঘাতক ট্রাকটি আটক করে শক্তিগড় থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে,প্রায় বছর দেড়েক হল পুলিশ অফিসার (এ এস আই) বিলাশ সাধুখাঁ মাধবডিহি থানায় কর্মরত ছিলেন।একটি কেসের তদন্তে মঙ্গলবার তিনি শক্তিগড় থানা এলাকায় যান ।রাত আনুমানিক ১০ টা নাগাদ বাইকে চেপে তিনি সেখানথেকে মাধবডিহি থানায় ফিরছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পথে ২ নম্বর জাতীয় সড়কে শক্তিগড়ের ল্যাংচা বাজার এলাকায় একটি ট্রাক পুলিশ অফিসারের বাইকে ধাক্কা মারে।গুরুতর জখম হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন । এই খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে বিলাশ সাধুখাঁ কে উদ্ধার করে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সেখানে কর্তব্যরত চিকিৎসক পুলিশ অফিসার বিলাশ সাধুখাঁ কে মৃত বলে ঘোষনা করেন।সহকর্মীর এমন মর্মান্তিক মৃত্যূতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন মাধবডিহি থানার পুলিশ কর্মীরা। ঘটনার কথা জানার পর দুঃখ প্রকাশ করেছেন পুলিশ সুপার কামনাশীষ সেন।মৃত পুলিশ অফিসারের দাদা চিন্ময় সাধুখাঁ এদিন বর্ধমান পুলিশ মর্গে দাঁড়িয়ে বলেন ,মঙ্গলবার রাতে তিনি ঘটনার কথা জানতে পারেন।ভাইকে যে এইভাবে অকালে হারাতে হবে তা কল্পনাও করতে পারেন নি বলে চিন্ময়বাবু মন্তব্য করেন

See also  সরকারি বাস থেকে গাজা উদ্ধার গ্রেপ্তার ১ যুবক

 

 

 

 

 

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি