এ বছর পুজোর মরশুমে মুক্তি পাবে শুভ্রজিৎ মিত্রের ছবি "দেবী চৌধুরানী"
। বাংলা সাহিত্যের থেকে রূপোলি পর্দায় আসা এই ছবি দর্শকদের জন্য বিশেষ এক মুহূর্ত। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির বহু প্রতীক্ষিত টিজার, যা "দেবী চৌধুরানী"
-কে এক নতুন মাইলস্টোনে নিয়ে এসেছে। নিউইয়র্কের টাইম স্কোয়ারে প্রদর্শিত এই টিজার বাংলা সিনেমার জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখযোগ্য, "দেবী চৌধুরানী"
আপামর বাঙালির কাছে এক খুবই পরিচিত চরিত্র। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে শুরু করে পর্দায়, প্রফুল্লের ডাকাতরানি হয়ে ওঠা "দেবী চৌধুরানী"
-এর গল্প সবার কাছে জানা। রূপোলি পর্দায় আসার আগেই পাঠক ও সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা এবং প্রত্যাশা ছিল চোখে পড়ার মতো। এর আগেও "দেবী চৌধুরানী"
-এর চরিত্রে দর্শক পেয়েছেন মহানায়িকা সুচিত্রা সেনকে, যাঁর মাধুর্যও সবার মনে বিশেষ জায়গা তৈরি করেছিল।

ব্রিটিশ শাসিত ভারতে সেই সময় এই উপন্যাস নিষিদ্ধ হয়েছিল। তবে উপন্যাসের সৃষ্ট আলোড়ন থামাতে পারেনি ব্রিটিশ সরকার। শুভ্রজিতের ছবিতেও দেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটের সঙ্গে সন্ন্যাসী বিদ্রোহের ঘটনা উঠে এসেছে। ছবিতে "ভবানী"
চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর "দেবী চৌধুরানী"
চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়া সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন।