কৃষ্ণ সাহা ( রায়না ) :- রায়না ১ ব্লকের শ্যামসুন্দর অঞ্চল তৃনমূল কংগ্রেসের ডাকে আজ বৈঠক অনুষ্ঠিত হলো। শ্যামসুন্দর অঞ্চল কমিটি সহ,প্রত্যেকটা বুথের সভাপতি,পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্যদের নিয়েই এই বৈঠক। ৮,১০ এবং ১৪ তারিখের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কর্মসূচি পালিত হবে সেই নিয়ে আজ আলোচনা করা হয়। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একের পর এক সরকারি সংস্থাগুলিকে কেন্দ্র সরকার বেসরকারিকরণ করছেন।
তার প্রতিবাদে ১০ এবং ১৪ তারিখ যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই আলোচনা হল আজ। একই সঙ্গে প্রত্যেকটা গ্রামের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। শ্যামসুন্দরপুর অঞ্চলের যে ১৮ টি সংসদ রয়েছে সেখানকার বুথ কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা এবং জেলা পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে আগামীকাল থেকেই আবারো আলোচনায় বসবেন বলে জানালেন বিধায়ক নেপাল ঘোড়ুই। একুশের যে বিধানসভা নির্বাচন তা মাথায় রেখেই সাংগঠনিকভাবে আরো কিভাবে শক্তিশালী হওয়া যায় সে সম্পর্কিত আলোচনা হবে আগামীকাল থেকে।
এছাড়াও গ্রামে গ্রামে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর ইতিবৃত্ত মানুষের কাছে প্রচার করবে বলে অঙ্গীকারাবদ্ধ বিধায়ক নেপাল ঘোরুই। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী দু-এক মাসের মধ্যেই রাস্তার সমস্যা গুলির রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হবে। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, অঞ্চল সভাপতি, সহকারি সভাপতি ব্লকের নেতৃত্বসহ পঞ্চায়েতের সদস্যরা।