আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রেশনের মাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক ব্যক্তি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
আমিরুল ইসলাম
ঙ্গলকোট বিধানসভার চন্দ্রপুর বাসস্ট্যান্ডে রয়েছে কালী মাতা তেলের মিল।এলাকাবাসীদের অভিযোগ ওই তেলের মিলের আড়ালে তারা অবৈধভাবে রেশনের মাল কেনাবেচা করছিল।ওই মিল মালিকের নাম এককড়ি গড়াই ও অর্জুন গড়াই। এলাকায় তারা বিজেপি কর্মী বলে পরিচিত।

সরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত পাঁজা জানান , অর্জন করায় এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত, গোটা রাজ্যে জুড়ি দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করছে ও রেশন দুর্নীতি করছে আমার সরগ্রাম চন্দ্রপুর বাসস্ট্যান্ডে আজ একই ঘটনা ঘটেছে আমাদের প্রশাসনের ওপর আস্থা আছে প্রশাসন এর সঠিক পদক্ষেপ নেবে।

সরগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসিত হাজরা জানান, আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসেছি কাটোয়া থানার পুলিশ হাজির হয়েছে আশা করছি প্রশাসন এর সঠিক তদন্ত করবে। কারণ গরিব মানুষের খাবার নিয়ে যারা ব্যবসা করে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।

Download Korun google news – https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.magazines&hl=en_IN
Follow korun Krishaksetu Bangla – https://news.google.com/publications/CAAqBwgKMI63nAswmsG0Aw

অপরদিকে অভিযুক্ত অর্জুন গড়াই জানান, আমি কোন রেসন দুর্নীতি করিনি,।
আমার এলাকায় বহু মানুষ রয়েছে যারা গ্রামে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি এই রেশনের আটা ও চাল কিনে আমি সেই সমস্ত ব্যক্তিদের কাছে কিনেছি যদি এটা অপরাধ হয় তাহলে আমি অপরাধী। আর আমি কোন রাজনীতির দলের সঙ্গে যুক্ত নয়।
সব মিলিয়ে এই চন্দ্রপুর বাজারে রেশনের মাল উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে খবর এখনো কোনো অভিযোগ কাটোয়া থানায় হয়নি, তদন্ত শুরু হয়েছে।

See also  গেম খেলার সময় দুস্কৃতিদের ভোজালির ঘায়ে আহত যুবক, গ্রেপ্তার যুবক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি