উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ফেরিওয়ালা সেজে কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকার গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগে জয়নগর থেকে গ্রেপ্তার একজন।
আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় একাকী এক বৃদ্ধার বাড়ি থেকে সোনার গয়না লুট কাণ্ডের কিনারা করলো পুলিস।জয়নগরের দক্ষিণ বারাশতে অভিযান চালিয়ে অভিযুক্ত ফেরিওয়ালাকে গ্রেপ্তার করলেন তদন্তকারী পুলিশ।ওই অভিযুক্ত ব্যক্তির নাম মোজাম্মেল পুরকাইত। তার বাড়ি মথুরাপুর থানার অন্তর্গত উত্তর গঙ্গাজল গ্রামে।

গোপন সূত্রে খবর পায় পুলিস অভিযুক্ত মোজাম্মেল জয়নগর থানার দক্ষিণ বারাশতে এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে আছে। আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস জয়নগর থানায় এসে বিষয়টি জানালে জয়নগর থানার আই সি পার্থ সারথি পালের নির্দেশে এস আই শুভংকর করণ ও তার টিম দক্ষিণ বারাশত রেলস্টেশন সংলগ্ন ঝাউতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই অভিযুক্ত মোজাম্মেল পুরকাইতকে গ্রেপ্তার করা হয় সোমবার রাতে।
ওই বাড়িতেই তল্লাশি চালিয়ে আমহার্স্ট স্ট্রিটের বৃদ্ধা সুপর্ণা ঘোষের ছিনতাই হওয়া তিন লক্ষ টাকা মূল্যের সোনার বালা এবং চেন উদ্ধার করে পুলিস। রাতেই অভিযুক্তকে জয়নগর থানায় নিয়ে আসে তদন্তকারী পুলিসের দল। সে ফেরিওয়ালার ছদ্মবেশে কতদিন এভাবে চুরি, ছিনতাই চালাচ্ছে, তার সঙ্গে আর কারা কারা যুক্ত আছে, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।ধৃত ব্যক্তিকে সোমবার গভীর রাতে আমহার্স্ট থানার পুলিশ নিয়ে যায়।মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করে পুলিশ।