আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সুন্দরবনের ইতিহাসের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কালীদাস দত্তের অবদানকে তুলে ধরতে জয়নগরে গঠিত হলো কালীদাস দও স্মৃতি রক্ষা কমিটি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুন্দরবনের ইতিহাসে বিরাট অবদান রেখে গেছেন জয়নগরের কালীদাস দাও।আর তাকে চিরস্মরনীয় করে রাখতে ও তার কাজকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং তার গুরুত্ব কতটা ছিলো সে সময়ে সেটাকে মনে করাতে জয়নগরে গঠিত হলো কালীদাস দও স্মৃতি রক্ষা কমিটি।সোমবার কালিদাস দত্ত স্মৃতি রক্ষা প্রস্তুতি কমিটির আহ্বানে মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের মিড ডে মিলের ঘরে একটি সভা অনুষ্ঠিত হয়।

তাতে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ব বিদ্যালয়ের আশুতোষ মিউজিয়ামের কিউরেটার ডক্টর দীপক বড়াপন্ডা, সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের প্রাক্তন সচিব সুভাষ আচার্য, হাওড়া নিবাসী আঞ্চলিক ইতিহাস ও সংস্কৃতি গবেষক সন্দীপ বাগ, জয়নগর মজিলপুরের প্রবীন চিকিৎসক ও নাট্য ব্যক্তিত্ব ডাক্তার রামপ্রসাদ মন্ডল,প্রবীনসাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃণাল চক্রবর্তী, এষণার কর্ণধার নাট্য ব্যক্তিত্ব কিশলয়বসু, সাহিত্যিক অসিতবরণ দে,শিক্ষক দেবপ্রসাদ দত্ত,প্রত্নতত্ত্ববিদ দেবী শঙকর মিদ্যা,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমাজ ও সাংস্কৃতিক কর্মী রমাপ্রসাদ চক্রবর্তী, সাংবাদিক রত্নাকর প্রামাণিক,সাংবাদিক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সাংবাদিক সুমন দে,চিত্র সাংবাদিক জয়ন্ত হালদার,মুদ্রা সংগ্রাহক অশোক দে, আঞ্চলিক ইতিহাস সংস্কৃতি গবেষক দেবপ্রসাদ পেয়াদা, বারুইপুর সীতাকুন্ডু সংগ্রহশালার পরিচালক আঞ্চলিক ইতিহাস সংস্কৃতি গবেষক বিশ্বজিত ছাটুই, সহ আরো অনেকে।

এদিনের সভায় জয়নগরে কালিদাস দত্তের বিক্রি হয়ে যাওয়া বাড়ি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক হেরিটেজ বিলডিং ঘোষণা করে অধিগ্রহণ করা ও একটি সংগহশালায় রূপান্তরিত করার দাবী সহ তাঁর স্মৃতি রক্ষার নানা দিক নিয়ে বিশদে আলোচনা হয়।এদিনের সভা থেকে দেবী শঙকর মিদ্যাকে সভাপতি, সাংস্কৃতিক নৃতত্ত্ব গবেষক সঞ্জয় ঘোষকে সম্পাদক এবং রমাপ্রসাদ চক্রবর্তীকে কোষাধক্ষ্য করে নয় সদস্যের একটি কার্যকরী কমিটি, উপদেষ্টা মন্ডলী, সাধারণ সদস্য সহ স্থায়ী কালিদাস দত্ত স্মৃতি রক্ষা কমিটি গঠিত হয়।

আগামী ১০ ই ডিসেম্বর কালিদাস দত্তের ১৩০ তম জন্ম বার্ষিকী পালন ও তাঁর সম্বন্ধে সাধারণ মানুষের কাছে আরও বেশী প্রচারের উপর আলোকপাত করা হয়।

See also  অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতাড়কদের খপ্পরে পড়ে লক্ষ টাকা খোয়ালেন শিক্ষক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি