বাঁকুড়া, বিষ্ণুপুর: বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে আজ অনুষ্ঠিত হল মহিলাদের শক্তির মূল, দিদির তৈরি তৃণমূল কর্মসূচি। বিষ্ণুপুর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হাজার হাজার মহিলা কর্মীর উপস্থিতিতে যদুভট্ট মঞ্চ পরিপূর্ণ হয়ে ওঠে।
চন্দ্রিমা ভট্টাচার্য এদিনের সভা থেকে বিজেপির উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করেন এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প,যেমন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী ও স্বনির্ভর প্রকল্প,নিয়ে বিশদভাবে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত বিধানসভায় আমরা জয়লাভ করব।
এই দিনের কর্মসূচিতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি, মহিলা সভানেত্রী, যুব সভাপতি, শ্রমিক সংগঠনের সভাপতি ও একাধিক বিধায়কসহ জেলার তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। নারী শক্তির এক মহা প্রদর্শনীর সাক্ষী থাকল বিষ্ণুপুর।








