উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: দেখতে দেখতে শারদ উৎসব চলে গেল।দূর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালী পুজো,ভাইফোঁটা।আর সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে চলেছে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। আর তারই সহায়তায় জয়নগর বিধানসভার গড়দেওয়ানি অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার নতুনহাটে গড়দেওয়ানির তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে সম্প্রীতি সভা হয়ে গেল।
যাতে উপস্থিত ছিলেন জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সেলিম সেখ,জয়নগর ২ নম্বর ব্লক তৃনমূল সংখ্যালঘু সেলের ও গড়দেওয়ানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক সাহাবুদ্দিন শেখ,প্রধান প্রতিনিধি তৃনমূল নেতা হারুন রশিদ মোল্লা,হাসান আলি লস্কর, ইমাম সংগঠনের জেলা সভাপতি আবু সুফিয়ান সাহেব,হাজি সাজাহান পাইক,পুরোহিত কাশীনাথ বর সহ গড়দেওয়ানি অঞ্চলের সকল ইমাম, মোয়াজ্জেন,পুরোহিত এবং পঞ্চায়েত সদস্যগন।

এদিন এই সম্প্রীতি সভা থেকে ১৫০ জন ইমাম,মোয়াজ্জেন ও পুরোহিতদের হাতে উৎসবের উপহার তুলে দেওয়া হয়।এ ব্যাপারে এদিন শিক্ষক সাহাবুদ্দিন শেখ বলেন, ধর্ম যে যার, উৎসব সবার।আমরা বাঙালি আমাদের কাছে সব ধর্মের মানুষ সমান।আমরা সর্ব ধর্মের মানুষের সাথে নিয়ে চলতে জানি।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্ব ধর্মের মানুষের পাশে আছেন।আমাদের বিধায়ক বিশ্বনাথ দাস ও সব ধর্মের মানুষকে সাথে নিয়ে এলাকায় উন্নয়নের কাজ করে চলেছে।আর বিধায়কের সহায়তায় আমরা এদিন সর্ব ধর্মের মানুষকে উৎসবের উপহার তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করলাম সম্প্রীতি সভার মধ্যে দিয়ে।







