আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জয়নগর থানায় ভাব গম্ভীর পরিবেশে বিদায়ী আই সির বিদায় সংবর্ধনা ও নতুন আই সির আগম ন অনুষ্ঠান হয়ে গেল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রবিবার রাতে ভাব গম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে জয়নগর থানার আই সি বদল পর্ব হয়ে গেল জয়নগর থানায়।সরকারি নিয়ম অনুসারে বদলি হলেন জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল।তিনি গত দুবছর ধরে জয়নগর থানার দায়িত্ব সামলেছেন।তিনি বদলি হয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার আই সি হিসাবে কাজে যোগ দিতে গেলেন।

আর তার জায়গায় রবিবার রাতেই দায়িত্ব ভার বুঝে নিলেন কৃষ্ণনগর ট্রাফিক হেড কোয়ার্টার থেকে আগত সমরেশ ঘোষ।তিনি এর আগেও এই জেলায় কাজ করে গেছেন।রবিবার রাতে বিদায়ী আই সি পার্থ সারথি পালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর থানার সব পুলিশ আধিকারিক, মৈপীঠ উপকূল থানার ওসি সহ সিভিক ও অন্যান্য কর্মীগন।এদিন একে একে পুলিশ আধিকারিকরা তাদের সাথে বিদায়ী আই সির কাটানো মূহুর্ত তুলে ধরেন।এদিন সন্ধ্যায় জয়নগর থানায় এসে বিদায় সংবর্ধনা জানিয়ে যান জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার, জয়নগর বিদ্যুৎ দফতরের স্টেশন মাস্টার সাইফুল্লা সরদার, বারুইপুর পৌরসভার কাউন্সিলার নমিতা সরদার,বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, জয়নগর ১ নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার সহ আরো অনেকে।

এদিন রাতে বিদায়ী আই সি পার্থ সারথি পাল জয়নগর থানায় তার দুবছরের কর্মজীবনের খুটিনাটি তুলে ধরলেন এবং তার নতুন কর্মস্থলে সবাইকে যাওয়ার আমন্ত্রন ও করলেন। এদিন রাতে দায়িত্ব ভার বুঝে নিয়ে জয়নগর থানার নতুন আই সি সমরেশ ঘোষ বলেন,এই থানা কারুর একার নয়, সবার।এই থানায় একজন সিভিকের যেরকম দায়িত্ব আছে আধিকারিকের সেরকম দায়িত্ব আছে।সবাই মিলে একসাথে আমি কাজ করতে চাই।

See also  আবারও জামালপুরে আক্রান্ত পুলিশ- ভাঙচুর পুলিশের গাড়ি- গ্রেপ্তার দুই অভিযুক্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি