আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নির্মল বাংলার মুখে কলঙ্ক! ভাতার ব্লক অফিস চত্বরে আবর্জনার পাহাড়, প্রশ্নের মুখে প্রশাসন! প্রশাসনের উদাসীনতা বলে সাফ জবাব বিজেপির! প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব মত তৃণমূলের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার, ভাতার ব্লক চত্বরের প্রধান ভবনের পাশেই পড়ে আছে নোংরা আবর্জনার স্তুপ। শ্রম দফতর ও রেশন দপ্তরের প্রবেশদ্বারের ঠিক সামনে দীর্ঘদিন ধরে জমা এই আবর্জনা সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। অপ্রীতিকর দুর্গন্ধে পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে অভিযোগ।

স্থানীয়দের প্রশ্ন—প্রতিদিন অসংখ্য ব্লক আধিকারিক ও কর্মী এই পথ দিয়ে যাতায়াত করেন, কিন্তু তাঁদের নজরে কেন পড়ছে না এমন অস্বাস্থ্যকর পরিবেশ? সরকারের ‘নির্মল বাংলা’ প্রকল্প যখন সারা রাজ্যে পরিচ্ছন্নতার বার্তা দিচ্ছে, ঠিক সেই সময় ভাতার ব্লক অফিস চত্বরেই এমন চিত্র অত্যন্ত লজ্জাজনক বলে মত সাধারণ মানুষের।

স্থানীয়দের দাবি, দ্রুততম সময়ে আবর্জনা অপসারণ করে ব্লক চত্বরে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে হবে প্রশাসনকে।
ভাতার ব্লক অফিস চত্বরের নোংরা ও বর্জ্য জমে থাকার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির যুব নেতা সৌমেন কার্ফা। তিনি জানান, বিডিও অফিস চত্বরসহ আশপাশের বিভিন্ন দপ্তরের সামনে যেভাবে আবর্জনার স্তুপ পড়ে রয়েছে, তা প্রশাসনের উদাসীনতার স্পষ্ট প্রমাণ।

সৌমেন কার্ফার বক্তব্য, “এত নোংরা ও বর্জ্য পদার্থ দিনের পর দিন পড়ে আছে, অথচ প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না—এটি অত্যন্ত দুঃখজনক। সাধারণ মানুষের পক্ষ থেকে প্রশ্ন—বিডিও সাহেব কী পদক্ষেপ করছেন”?

তিনি আরও ইঙ্গিত দেন, ২০২৪ সালের নির্বাচনের সময় ভাতারের বিডিওর ভূমিকা নিয়েও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে।
তৃণমূল নেতা দেবু টুডু বলেন, “বিজেপি কি বলল তাতে কিছু আসে যায় না। বিজেপি আছে বলে আমাদের মনে হয় না! সিপিএম শূন্য হয়ে গেছে বিজেপি ও শূন্য হওয়ার পথে। তবে কোথাও নোংরা আবর্জনা স্তুপ পড়ে রয়েছে এটা ঠিক নয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অবশ্যই করবো। বাংলা নির্মল হয়েছে পূর্ব বর্ধমান জেলা নির্মল হয়েছে সেটা বাংলার মানুষ দেখছেন”।

See also  পুকুর থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শহর বর্ধমানে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি