সুনীতা ঘোষ ( কলকাতা ) :-
পশ্চিমবঙ্গের রাজনীতির পটভূমিতে একটি অধ্যায়ের যেন সমাপ্ত হল। সকলকে ছেড়ে চলে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। একুশে জুলাই বেলভিউ হাসপাতালে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হন। গত শনিবার থেকে শ্বাস-প্রশ্বাসের সমস্যা সহ জ্বর ঘটিত সমস্যা দেখা যায়। কিডনি এবং হৃদস্পন্দনের অবস্থা খুব একটা ভালো ছিল না। বুধবারই তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 79 বছর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক বার্তা প্রকাশ করেন রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্ব।
বিমান বসু বলেন, নেতাদের বিরোধী ঐক্য তৈরিতে ভূমিকা ছিল।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,”রাজনীতির এক অধ্যায়ের সমাপ্তি”।
অধীর চৌধুরী বলেন,” রাজনৈতিক গুরুত্ব কে হারালাম”।
প্রদীপ ভট্টাচার্য বলেন,”বঙ্গ রাজনীতিতে শূন্যস্থান তৈরি হল”।
সুব্রত মুখোপাধ্যায় বলেন”কংগ্রেস নিষ্ঠাবান সাহসী যোদ্ধা ছিলেন সোমেন,, দলের কর্মীদের নেতা ছিলেন সোমেন মিত্র।”
সোমেন মিত্রের মৃত্যু নিয়ে সম্বন্ধে বলেন, “রাজনৈতিক বন্ধুকে হারালাম”
এভাবে একের পর এক শোক বার্তা প্রকাশ করতে থাকেন রাজনৈতিক মহলের সকল সদস্য।