বর্ষা শুরু হয়েগেলেও কমেনি বালির লরির চাপ ।অতিরিক্ত মাত্রায় ওভারলোড বালির লরি যাতায়াতের চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়লো কালভার্ট । বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে ।কালভার্ট ভেঙে পড়ায় গলসির পারাজ শিল্লা রোডে বন্ধ হয়েগেল যান বাহন চলাচল । রাস্তার দু’পাশে আটকে পড়েছে একাধীক বালি বোঝাই ট্রাক , লরি ও অন্য পণ্যবাহী যানবাহন । পারাজ শিল্লা সড়ক পথ বন্ধ হয়ে যাওয়ায় ঘুর পথে চলাচল করছে করছে যাত্রীবাহী বাস ।
গলসির বাসিন্দাদের অভিযোগ, পারাজ শিল্লা সড়কপথে প্রতিদিন শয়ে শয়ে ওভার লোড বালির লরি ও ট্রাক চলাচল করে । সব দেখেও নিশ্চুপ থাকে প্রশাসন । ওভার লোড় বালির গাড়ি যাতায়াত বন্ধে ব্যবস্থা নেবার কথা বহু বার প্রশাসনকে জানানো হলেও কোন সুরাহা হয়নি। বর্ষা শুরু হয়েযাবার পরেও একই ভাবে চলতে থাকে ওভার লোড বালির ট্রাক ও লরির যাতায়াত । সেই চাপ সহ্য করতে না পেরে এদিন সকালে সড়কপথে থাকা কালভার্টটি ভেঙে একেবারে বসে যায় । দ্রুত কালভার্ট সংস্কারের দাবি করেছেন গলসির বাসিন্দারা ।