কৃষ্ণ সাহা ও পাপাই সরকার ( বর্ধমান ) :- বর্ধমান জেলার সার্কিট হাউসে সেচ বিভাগের উচ্চ পর্যায়ের কমিটির সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার ।পাঁচ জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের এই বৈঠকে পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান,বাঁকুড়া ,হাওড়া ,হুগলি,এই পাচ জেলার প্রশাসনিক আধিকারিকরা এছারাও এই পাঁচ জেলার ডিএমরা এই বৈঠকে হাজির ছিলেন ।আগামী বড়ো চাষে জল কোখন ছারা হবে, কোথায় কোথায় দেওয়া হবে ,কখন ছারা হবে এইসমস্ত বিষয় নিয়ে বৈঠক হলো আজ ।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি