উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বাসন্তী : স্বাধীনতা দিবসের সকালে প্রেমিকা ও তার ভাই কে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা সিভিক ভলেন্টিয়ারের।দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার আমঝাড়া এলাকায় স্বাধীনতা দিবসের সকালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। প্রেম নিবেদনে সাড়া না দেওয়ায় এক যুবতী ও তার ভাইয়ের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে বাসন্তী থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খাঁ-র বিরুদ্ধে।

হামলার পর অভিযুক্ত নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আমঝাড়া এলাকার বাসিন্দা সুস্মিতা মণ্ডল নার্সিং ট্রেনিংয়ের জন্য ভিন রাজ্যে থাকতেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিশ্বজিৎ খাঁ তাঁকে উত্ত্যক্ত করত এবং প্রেম নিবেদন করছিল।শুক্রবার সকালে সুস্মিতা বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই বাসন্তীর শিমুলতলা মোড় থেকে নাইট ডিউটি করে বাড়ি ফিরছিলেন বাসন্তী থানার ঐ গুণধর সিভিক। সেই সময় আমঝাড়া ব্রিজের কাছে হঠাৎই মুখোমুখি হতে ধারালো অস্ত্র হাতে তাঁর উপর চড়াও হয় বিশ্বজিৎ।
ওই সময় সুস্মিতাকে আনতে গিয়েছিলেন তাঁর ভাই গোবিন্দ মণ্ডল। দিদিকে বাঁচাতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপায় অভিযুক্ত। এরপর ঘটনাস্থলেই বিশ্বজিৎ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে বলে ও জানা যায়। গুরুতর জখম সুস্মিতা ও গোবিন্দকে স্থানীয়রা উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বিশ্বজিৎ খাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্বাধীনতা দিবসের সকালে এমন নৃশংস ঘটনায় হতবাক স্থানীয়রা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।