প্রসেনজিৎ রায়
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া কংসাবতী নদীর জলের তোড়ে ভেসে গেল বাঁশের তৈরি সাঁকো। অমাবস্যা এবং নিম্নচাপের কারণে সমস্ত নদী ফুলে-ফেঁপে ওঠে ।
আর তার জেরে মঙ্গলবার সকালে নাগাদ পাঁশকুড়ার ডোমঘাটের এই সাঁকো ভেসে যাওয়ার ফলে পাঁশকুড়া পৌরসভার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে চৈতন্যপুর ১,২ ও হাউর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।
ভেঙে যাওয়ার জেরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে 2 এলাকা ।যদিও সাঁকো ভেসে যাওয়ার সময় কেউ পারাপার না করায় কোন বিপত্তি ঘটেনি এদিন।
স্থানীয় বাসিন্দাদের দাবি প্রশাসন অবিলম্বে উপযুক্ত করলে ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন তারা। যদিও প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরো পড়ুন –ট্র্যাক্টর উল্টে মৃত্যু দু’জনের – জখম তিন