আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভরা বর্ষায় দেখা নাই বৃষ্টির, প্রখর তাপদাহে বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হচ্ছে সবজি সহ বিভিন্ন ফসল

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দেবজৎ দত্ত (বাঁকুড়া)

ভরা বর্ষায় স্বাভাবিক বৃষ্টির আশায় বর্ষাকালীন ফসলের চাষ হয়েছে, ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া এখনো সেরকম হয়নি বর্ষার বৃষ্টি ফলে জলের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা পাট, ধান সহ বিভিন্ন ধরনের সব্জি।
এই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের খটনগর কলোনি এলাকায়।
এই গ্ৰামের বাসিন্দারা সম্পূর্ণ কৃষির ওপর নির্ভরশীল।
এই সকল ফসল ফলিয়ে তার থেকে উপারিত অর্থে ই চলে সংসার, ছেলে মেয়েদের পড়াশোনা এবং সংসারের অন্যান খরচ খরচা।

 

জানা যায় ওই এলাকায়়১০০  বিঘার মত পাট, ৫০ বিঘা পটল, ১৫ বিঘা লঙ্কা, ২০ বিঘা ঝিঙে সহ অন্যান্য অন্যান্য সব্জি চাষ হয়েছে এবারে, বর্ষায় দেখা নাই বৃষ্টির তার ওপর অতিরিক্ত রোধ গরমে বেড়েছে পোকার উপদ্রব, এমত অবস্থায় বিঘার পর বিঘা ফসল নষ্ট হচ্ছে পোকার আক্রমণে।

 

মাথায় হাত চাসীদের এই যদি হয় পরিস্থিতি তবে আগামী দিনগুলি কি হবে ভেবে কূল কিনারা পায় না তারা।

 

See also  মকর সংক্রান্তির টুসু পরবে মাতল বাঁকুড়া

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি