আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শতবর্ষে গৌরকিশোর ঘোষ ২০ জুন রবীন্দ্র সদনে অনুষ্ঠান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ফারুক আহমেদ

প্রখ্যাত সাংবাদিক-সাহিত্যিক গৌরকিশোর ঘোষের শতবর্ষ জন্ম-জয়ন্তী উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আগামী ২০ জুন রবীন্দ্র সদনে সন্ধ্যা ছ’টায়।
ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন নেতাজী রিসার্চ ব্যুরোর সভাপতি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গার্ডনার অধ্যাপক সুগত বসু। তিনি ‘গৌরকিশোর ঘোষ শতবর্ষ বক্তৃতা’ দেবেন। এছাড়া সমাজসেবী মেধা পাটকর ‘মনুষ্যত্বের সন্ধানে’ শীর্ষক বক্তৃতা দেবেন।

 

 

পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ‘রূপদর্শী গৌরকিশোর ‘নামে তাঁর উপর রচিত এক স্মরণগ্রন্থ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন প্রিয়াঙ্গী লাহিড়ী। পরিশেষে গৌরকিশোরের উপর নির্মিত শৈবাল মিত্র পরিচালিত ‘রূপদর্শী’ নামে এক তথ্যচিত্র দেখানো হবে।
গৌরকিশোর ঘোষ জন্ম শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে সভাপতি ডা. অমিত রায়, সম্পাদক সাহানা নাগ চৌধুরী, যুগ্ম সম্পাদক ড. পত্রালী ঘোষ একান্ত অনুরোধ করছেন সবাইকে ওই সভায় উপস্থিত থাকার জন্য।

See also  পল্লিকবির ১৪১ তম জন্মবার্ষিকী পালনে কুমুদ সাহিত্য মেলা কমিটি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি