রথীন রায় :- সোমবার পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে সরকারি কর্মীদের কাজে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! জেলাশাসকের সঙ্গে কথোপকথনের সময় তীব্র উষ্মা প্রকাশ করে তিনি জানান, ‘আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম’ ! পুরুলিয়ার এই দিনের প্রশাসনিক বৈঠকে তৃণমূলের এক নেতা মুখ্যমন্ত্রীকে জানান, ইটভাটা থেকে পাওয়া রাজস্বের সঠিক হিসেব মিলছে না এবং সরকারি কর্মচারীদের একাংশ তা আত্মসাৎ করছেন !
এই অভিযোগ শুনেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী ! জেলাশাসককে উদ্দেশ্য করে তিনি বলে ওঠে, ‘ডিএম শুনতে পাচ্ছো ? এগুলো কিন্তু তৃণমূল করেনি ! করছে প্রশাসনের নীচের তলার কর্মীরা’ ! এরপর রীতিমত ভৎসানার সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘নিজেরা টাকাটা নেয়, নিজেরাই খেয়ে নেয় ! কী জেলা চালাচ্ছ তুমি ?
এত দিন জেলায় আছো, আমার ধারণাই বদলে গেল’ ! এখানেই থামেননি মুখ্যমন্ত্রী ! বলেন, ‘আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম ! তাদের আমি সবসময় শাসন করি’ ! প্রশাসনের একাংশের কাজ নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী জানান, ওপরে ওপরে ঘুরে বেড়িয়ে ছবি তুলে কোনও কাজ হয় না ! জেলাশাসককে তাঁর বার্তা, ‘আমি কথা বলছি, তোমার পুলিশ চলে যাবে, তদন্ত করবে ! একে বলে প্রশাসন, একে বলে কাজ ! গরিব মানুষ যখন একটা কমপ্লেন করে, আমি নিতে পারি না, সে যেই হোক’ !!