আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন যুগলে, রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বীরভূমে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়

গ্রাম থেকে কিছুটা দূরে রয়েছে একটি গাছ, আর সেই গাছেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল দু’জনকে ! একজন যুবক ও অন্যজন যুবতী, একই সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল ! খবর পেয়ে পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে ! প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রণয় ঘটিত কারণে এমন ঘটনা ঘটতে পারে ! হয়তো ভেবেছিল দু’জন দু’জনকে ভালোবাসলেও পরিবার তা না মেনে নিতে পারে ! দু’জনের মধ্যে বিয়ে নাও হতে পারে ! তাই আত্মহত্যা করেছে, তবে এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ !

 

রবিবার ভোরে এমন ঘটনায় দেখা গেল বীরভূম জেলায় ! বীরভূম জেলার পাইকর থানা এলাকার ক্ষেত্র মাঠ করমজি গ্রামে ! স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন ভোরে গাছে ঝুলন্ত অবস্থায় দু’জনকে দেখা যায় ! তারপরই গ্রামের সকলে সেখানে হাজির হয় ! খবর দেওয়া হয় পুলিশকেও, পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ! পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম স্বপন মাল (২৪) !

 

স্বপনের সঙ্গে ওই যুবতীর ভালোবাসা ছিল বলে গ্রামবাসীরা জানিয়েছে ! কিন্তু দু’জ‌নেরই আশঙ্কা ছিল হয়তো পরিবার এই ভালোবাসা মেনে নেবে না ! এই চিন্তা থেকেই এমনটা করে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের !!

See also  পবিত্র ঈদ ও বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির বাঁশবেড়িয়ায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি