রথীন রায় :- না, বাংলা সিনেমার বুম্বাদার “শশুরবাড়ি জিন্দাবাদের” ঘটনা নয় ! শ্বশুরবাড়ির লোকজন ও স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা আদায়ে শ্বশুরর বাড়ির সামনে ধর্ণায় বসলেন এক মহিলা ! ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার মথুরাপুরের কাহারপাড়া এলাকায় !
বুধবার মালদহের মানিকচক থানার মথুরাপুরের কাহারপাড়া এলাকায় জয়ন্তী সরকার নামে এক মহিলা পার্থপ্রতিম রায় নামে ব্যক্তির বাড়ির সামনে ধর্ণায় বসেন ! ঐ মহিলার দাবি পার্থপ্রতিম রায় নামে ব্যক্তি ন’মাস আগে রেজিস্ট্রি করে বিয়ের পরেও তাঁকে নিজের বাড়িতে নিয়ে যাননি ! অভিযোগকারী মহিলার আরও দাবি, তিনি ডিভোর্সি তা পার্থপ্রতিম জানতেন ! জানার পরও পার্থপ্রতিম রায় নামে ব্যক্তি তাঁকে বিয়ে করেন !
রেজিস্ট্রি করে বিয়ের পরও নানা অছিলায় পার্থ তাঁকে তাঁর বাড়িতে নিয়ে যাননি ! তাই স্ত্রীর মর্যাদা পেতে ধর্ণায় বসেন তিনি ! যদিও পার্থের দিদির দাবি, জয়ন্তী সরকারের দাবি ভিত্তিহীন ! এছাড়াও জয়ন্তীর বাড়ির লোকজন বিরুদ্ধে তাঁদের বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে মারধর এবং আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ এনেছেন তিনি ! নোনতা-মিষ্টি এই ঘটনায় এলাকায় ভালোই চাঞ্চল্য ছড়িয়েছে !!