আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বীরভূম ছোট ডাঙ্গা গ্রামে ৬টি ব্যারেলে ২০০ টি তাজা বোমা উদ্ধার

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়:- বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি কে নির্দেশ দিয়েছিলেন, পুলিশের সমস্ত শীর্ষ কর্তাদের ছুটি বাতিল করার ! ১০ দিনের জন্য ছুটি বাতিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! পাশাপাশি নির্দেশ দিয়েছিলেন রাজ্যে কোথায় কোথায় বোমা বা বেআইনি অস্ত্র রাখা আছে তার তল্লাশি চালিয়ে সব উদ্ধার করতে হবে ! মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন !

 

 

মুখ্যমন্ত্রীর নির্দেশ এরপরই বৃহস্পতিবার আসানসোলের সালানপুরে বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস এসেছিল পুলিশের হাতে ! উদ্ধার হয়েছিল বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জাম ! ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছিল তাহলে কি আগে থেকেই সেই বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ ছিল পুলিশের কাছে ? যদিও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি ! ঘটনার ২৪ ঘন্টা পার হয়নি এর সাফল্য পুলিশের হাতে ! বীরভূমের রামপুরহাট এর ঘটনা যখন উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পুলিশের সক্রিয় ভূমিকা প্রমাণ করছে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বোমা ও বেআইনি অস্ত্র তৈরির কারখানা !

 

 

বৃহস্পতিবার আসানসোলের সালানপুরের পর উত্তপ্ত বীরভূম জেলা থেকে রাতারাতি ২০০ তাজা বোমা উদ্ধার ! স্বাভাবিকভাবেই বীরভূম জেলা কে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অনুমান করেছিলেন এবং বীরভূম জেলা কে নিয়ে যে প্রশ্ন উঠতে শুরু করেছিল বারুদের পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে বীরভূম ! শুক্রবার বীরভূমের যে ঘটনা সামনে এলো সেই ঘটনার সাথে মুখ্যমন্ত্রীর অনুমান সঠিক তা একদমই মিলে গেল ! সূত্র মারফত খবর পেয়ে বীরভূম জেলার মারগ্রাম থানার পুলিশ ছোট ডাঙ্গা গ্রামের কাছে একটি ক্যানেল এর ধারে প্রায় ২০০ তাজা বোমা উদ্ধার করে !

 

 

মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বোমা গুলি উদ্ধার করে পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ! খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড কে ! বীরভূম জেলাতে প্রচুর অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে ! রাখা হয়েছে বোমা, তা সমস্ত খুঁজে বের করতে হবে ! বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে দাঁড়িয়ে পুলিশকে নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! ঘটনার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই বীরভূমের মারগ্রাম থানার ছোট ডাঙ্গা গ্রামের ক্যানেল এর কাছে ৬টি ব্যারেলে রাখা রয়েছে ২০০ বোমা ! এই খবর পৌঁছাতেই মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে !

See also  ব্রিগেডের সভা থেকে আর বাড়ি ফেরা হল না । পথেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন রায়না নিবাসী দিদির একনিষ্ঠ ভক্ত

 

 

ঘিরে ফেলা হয় পুরো গ্রাম ! খবর দেওয়া হয় বোম স্কোয়াড কে ! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই রাজ্যের সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের ছুটি বাতিল করা হয়েছে আগামী ১০ দিনের জন্য ! রাজ্যে কোথায় কোথায় বোমা বা বেআইনি অস্ত্র রাখা আছে তার তল্লাশি চালিয়ে উদ্ধার করার নির্দেশ পাওয়ামাত্রই কর্মযজ্ঞে নেমেছে পুলিশ প্রশাসন ! জানা যাচ্ছে যে সব থানায় এইসব অভিযোগ বেশি আসে সেই থানা গুলির আইসিদের কাছ থেকে রিপোর্ট নিতে হবে পুলিশ কর্তাদের ! সেই রিপোর্ট নবান্নের জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পুলিশ কর্তা কে !!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি