আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ছেলে মেয়েকে মানুষ করতে হাতে টোটোর স্টিয়ারিং।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা:কৃষকসেতু নিউজ বাংলা

নারী হল শক্তির প্রতীক,পৃথিবীর অন্যতম শক্তির আধার হল নারী। যে নারী একদিকে সামলায় ঘর, সেই আবার অন্যদিকে প্রয়োজনে রোজগার করে ধরে সংসারের হাল, এক কথায় দশভুজা। অষ্টম শ্রেণির গণ্ডি টপকাতেই বিয়ে দিয়ে দেয় পরিবার। পড়াশোনার পাঠ ওঠে শিকেয়। ঘাড়ে চাপে সংসারের দায়িত্বভার। সংসার হলেও পরে বিচ্ছেদ হয় স্বামী স্ত্রীর সম্পর্ক।
স্বামীর সাথে বিচ্ছেদের পর ছেলে মেয়েকে নিয়ে জীবন যুদ্ধের লড়াই চালাচ্ছে পূর্ব বর্ধমান জেলার তেজগঞ্জের আদর্শপল্লির ঝুমা কাঞ্জিলাল। প্রথমে গৃহ-সহায়িকার কাজ শুরু করতো সে । তারপর, শুরু করে টোটো চালানোর কাজ । বর্তমানে টোটো চালিয়েই সংসার সামলে দুই ছেলে মেয়ের পড়াশোনার খরচ জোগাচ্ছে ঝুমা।

 

খারাপ অভ্যাস ছিল ঝুমার স্বামীর, জুয়া খেলার নেশা ছিল তার, সেই জুয়াতে সর্বস্ব খুইয়েছিলেন স্বামী। সংসার টানা ক্রমশ কঠিন হয়ে পড়ে ঝুমার জন্য। তাই প্রায় ১৩ বছর সংসার করার পর স্বামীর ঘর ছেড়ে চলে আসে ঝুমা। জীবনযুদ্ধের শিখরে পৌঁছাতে লড়াই জারি রেখেছে ঝুমা। ছেলে মেয়েকে মানুষ করতে হাতে তুলে নিয়েছে টোটোর স্টিয়ারিং। সকালে ঘরের কাজকর্ম সেরে টোটো নিয়ে বেড়িয়ে পড়ে রাস্তায়। শহরের বিভিন্ন অলিগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টোটো নিয়ে ছোটে ঝুমা। সারাদিন টোটো চালালেও সন্ধ্যে বেলা বাড়ি ফিরে আসে ঝুমা। এভাবেই ব্যস্ত রয়েছে আজকের নারী শক্তি। আসাধ্য সাধন করে কুশলে দিন যাপন করছে ঝুমা সন্তানেরা।

 

পেশায় টোটো চালক না হলেও রাস্তায় তিনি টোটো করে যাত্রী নিয়ে যাতায়াত করে সে । কাজটি করে পুরুষদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়েই। দিনে‌র শেষে‌ রোজগার যা হয় তা দিয়েই দিব্যি দিন গুজরান হচ্ছে ঝুমার ।


See also  অপহরণের চার ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করল পুলিশ, শক্তিগড়ের ঘটনা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি