আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

”আয়ারাম-গয়ারাম” – জয়প্রকাশ প্রসঙ্গে দিলীপ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় –  ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে গিয়েছিলেন ! তাই নাকি – জয়প্রকাশ তৃণমূলে ? মাথায় যেন বাজ পড়ল সেই লাথি চালানো তারিকুলের ! তৃণমূল কর্মীর লাথির চোটে কচুবনে পড়ে গিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার ! এবার তিনি গেলেন তৃণমূলে ! বিজেপি থেকে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে ! তারপর থেকেই তিনি বিজেপির বিরুদ্ধে একের পর এক সুর চড়াতে শুরু করেন ! জয়প্রকাশ দলের দলবদলে অনকেটা চমকে দেওয়ার মতই ঘটেছে বিজেপির কাছে ! হঠাৎ করে তিনি যে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন সেটা অনেকেই আগে থেকে আঁচ করতে পারেননি !

 

বুধবার সকালে বিমানবন্দরে দিল্লি রওনা হওয়ার আগে তাই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, কিছু পেশাদার লোক থাকেন, তাঁরা ক্লাব চেঞ্জ করেন ! এতে কিছু যায় আসে না !
গতকাল সকলকে চমকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন জয়প্রকাশ মজুমদার ! মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন ! কয়েকদিন আগে দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল !

 

শুধু জয়প্রকাশ মজুদারকেই নন বিজেপি বহিষ্কার করেছিল আরও দুই বিজেপি নেতাকে ! তার মধ্যে ছিলের রীতেশ তিওয়ারিও ! তারপরেও দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন বিজেপি নেতা ! গতকাল সকলকে চমকে দিয়েই হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি ! জয়প্রকাশ কে প্রকাশ্যে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ! তিনি জয়প্রকাশ মজুমদারের এই দল বদলকে কটাক্ষকরে বলেছেন,’ কিছু পেশাদার লোক থাকেন ! তারা যখন যেমন তখন তেমন ! এর আগে উনি কংগ্রেস করতেন ! পরের দিন বিজেপির হয়ে মিডিয়ায় বসলেন ! আগে বলা হতো আযারাম গযারাম ! ফুটবল ক্লাব চেঞ্জ করার মতো ! কিছু লোক আসবে যাবে !

 

এতে কিছু যায় আসে না ! বিজেপির অন্দরে এই বিক্ষোভ ঘিরে টানা পোড়েন শুরু হয়ে গিয়েছে ! তিনি বলেছেন দল আমরা দাঁড় করিয়েছি ! পার্টি এখন গাড্ডায় পড়েছে ! আমরা আবার সেটা নিয়ে বসব ! তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র নিশানা করেছেন দিলীপ ঘোষ ! হঠাৎ করে জয়প্রকাশ মজুমদারের এই দলবদলে দিশেহারা তৃণমূল ! এমনই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ !

See also  প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 37 তম মৃত্যুবার্ষিকী পালন

 

তিনি বলেছেন, বিক্ষুব্ধরাও জয়প্রকাশ নিয়ে ফাঁপরে ! কারণ তারাও শেষ মুহুর্তে জানতেন না উনি দল বদল করছেন ! বিক্ষুব্ধরাই ঠিক করুন তারা কি করবেন ! মতের অমিল থাকতেই পারে ! তারা সেটা কথা বলতে পারতেন ! সেই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, ‘এক ব্যাক্তি এক পদ তৃণমূল কংগ্রেসে সম্ভব নয় ! আমরা করি বলে ওরাও লোক দেখানো করেছিল ! উনি চার পাঁচ জন লোকের বেশি কাউকে বিশ্বাস করেন না ! বেশী লোক কন্ট্রোল করা মুস্কিল ! কারণ পার্টিটা পারিবারিক পার্টি !!



krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি