কৃষ্ণ সাহা :- বর্ধমান শহরের যুবকদের উদ্বুদ্ধ করে যে মানুষটি এবং সম্প্রীতির নজির করেছেন তিনি হলেন বর্ধমান পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুরুল আলম ওরফে সাহেব। পৌষালী উৎসব থেকে দুর্গাপুজো। কালীপুজো দেখে গণেশ পুজো সকলের মন জয় করেছেন এই নুরুল আলম।
বর্ধমান পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুরুল আলম আজ তার নিজের বাড়ি থেকেই নির্বাচনী প্রচারের কাজ শুরু করলেন। 4 নম্বর ওয়ার্ডের 25 এবং 27 নম্বর বুথে সকালে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন তিনি। বিকেল এবং সন্ধের দিকের যেহেতু নেতা মন্ত্রীদের সঙ্গে কিছু রাজনৈতিক আলাপ আলোচনা থাকে সেই জন্য সকাল বেলা থেকেই প্রচারে নেমে পড়েছেন তিনি।
একইসঙ্গে তিনি শুনে নিচ্ছেন রাজ্য সরকারের কোন পরিষেবা থেকে কোন পরিবার বঞ্চিত। একইসঙ্গে তিনি জানান এই ওয়ার্ডকে সার্বিকভাবে মডেল ওয়ার্ড তৈরি করাই হলো তার লক্ষ্য। আজ নির্বাচনী প্রচারে বেরিয়ে নিজের ওয়ার্ডের মানুষজনদের থেকে ভালই সাড়া পেয়েছেন বলে জানালেন তিনি।