রথীন রায় :- ভগবান আমাদের পাঠিয়েছেন পৃথিবীতে, রিমোট কিন্তু তাঁর কাছেই ! নতুন সংসার গড়ার স্বপ্নে আনন্দের সঙ্গে চলছিল বিয়ের তোড়জোড় ! হঠাৎ সেই স্বপ্ন ভেঙে চুরমার, বিয়ের সৌজন্য উপহার দিতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে প্রাণ হারালেন হবু বর ! গত বৃহস্পতিবার জলপাইগুড়ির মালবাজার এলাকায় এ ঘটনা ঘটে ! এতে এলাকায় শোকের ছায়া হতভম্ব পরিবারের সদস্যরা !
সংসার গড়ার স্বপ্ন ভেঙে চুরমার হবু স্ত্রীর ! মৃত যুবকের নাম সোমা মুন্ডা (২৮) ! তিনি মালবাজার ব্লকের মিনগ্লাস চা বাগানের ভুট্টাবাড়ি ডিভিশনের বাসিন্দা ! সোমা মুন্ডার বন্ধু বিমল বাগ বলেন, নিজের বিয়ের দাওয়াত দেওয়ার জন্য চা বাগানে গিয়েছিলেন ওই যুবক ! সেখানে একটি বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয় ! স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন !
চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রাত ৩টার দিকে তার মৃত্যু হয় ! মালবাজার বন দপ্তরের রেঞ্জার দীপেন সুব্বা বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে ! রাতে চা বাগানের শ্রমিক মহল্লা থেকে মালবাজার বনকর্মীরা সাপটি উদ্ধার করে ! পরে সাপটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে !!