আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সারা রাজ্যের পাশাপাশি ভাতারের বিভিন্ন আইসিডিএস ও প্রাথমিক স্কুল খুলে গেল আজ থেকে।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

দীর্ঘ দুই বছর করোনার জন্য বন্ধ স্কুল ।আর আজ স্কুল প্রাঙ্গনে ভরে গেল কচিকাঁচাদের উপস্থিতিতে।খুশি যেমন স্কুল পড়ুয়ারা তেমনি শিক্ষক-শিক্ষিকারা ও দারুন ভাবে খুশি হয়েছেন।তবে শিক্ষকরা জানিয়েছেন করোনা বিধি মেনেই স্কুল প্রক্রিয়া চলবে।

 

 

আজ 16 ই ফেব্রুয়ারি থেকে খুলে গেল সমস্ত আইসিডিএস ও প্রাথমিক স্কুল।
কিছুদিন আগে প্রাথমিক ইস্কুল খুললেও ।সপ্তাহে 2 দিন করে ক্লাশ হচ্ছিল ।তবে আজ থেকে আর দুই দিন নয় সপ্তাহ থেকে শনিবার পর্যন্ত হবে স্কুল কেবলমাত্র সরকারি ছুটির দিনে বন্ধ থাকবে স্কুল।



Community-verified icon
See also  আমেরিকার কাছে বর্ধমানের নাম উজ্জ্বল করলো মাত্র ১৭ বছর বয়সে ২৮৬ টি পুরস্কার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি