আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিকিনি হোক কিংবা হিজাব” ; পোশাক বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়:- ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক পারদ উচ্চ গতি সম্পন্ন হচ্ছে ! কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা বুধবার কর্ণাটকের মুসলিম পড়ুয়াদের হিজাব পড়ার সমর্থনে বক্তব্য রাখলেন ! ক্লাসরুমে হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছে, সেই প্রসঙ্গে টুইট করেছেন কংগ্রেস নেত্রী-“যদি কেউ কোনও পোশাক পড়ে সেটা তার নিজের পছন্দ, এই অধিকারটি সংবিধান দ্বারা সুরক্ষিত” ! তিনি আরও বলেছেন, “বিকিনি হোক, ঘুমটা হোক, জিন্স হোক কিংবা হিজাব, কে কী পরতে চায় সেটা তার নিজস্ব সিদ্ধান্ত” ! কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ‘থাম্বস-আপ’ ইমোজি দিয়ে তার বোনের টুইটকে সমর্থন করেছেন ! আগামীকাল থেকে শুরু হওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সাত দফা কংগ্রেসের নির্বাচন যুদ্ধের অংশ ! প্রিয়াঙ্কা গান্ধী ভাদরার নেতৃত্বে নির্বাচনের আগে প্রধান ইস্যুগুলির মধ্যে একটি হিসাবে কংগ্রেস মহিলাদের অধিকার এবং ক্ষমতায়নকে প্রথম স্থানে রেখেছে !

 

 

রাহুল গান্ধীও ক্লাসে হিজাব পরার অধিকারের সমর্থনে কথা বলেছিলেন !তিনি টুইট করে জানান “হিজাব তাদের শিক্ষার পথে আসতে দিয়ে, আমরা ভারতের মেয়েদের ভবিষ্যত কেড়ে নিচ্ছি ! মা সরস্বতী দেন, সবার কাছে জ্ঞান, সে পার্থক্য করে না” ! গত কয়েক সপ্তাহ ধরে কর্ণাটকের উডুপি, চিক্কামাগালুরু এবং মান্ডা জেলার বেশ কয়েকটি শহরে কলেজ ছাত্রদের ক্লাসরুমে হিজাব পরার অধিকারের বিরুদ্ধে মর্মান্তিক বিক্ষোভ শুরু হয়েছে ! হিজাব কাণ্ড নিয়ে মঙ্গলবার দিনভর উত্তাল ছিল কর্ণাটক ! হাইকোর্ট ছাত্রদের বলে শান্তি বজায় রাখতে ! কলেজে হিজাব পড়া ছাত্রীকে দেখে একদল গেরুয়া উত্তরীয় পড়া যুবক নাগাড়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে ! একা প্রতিরোধ করে হিজাব পরিহিতা, আল্লা হু আকবর ধ্বনি দিয়ে সে একা প্রতিবাদ করে !
তাঁর সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ! জানা গিয়েছে ওই কলেজছাত্রীর নাম মুসকান, তিনি এই হিজাব ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন ! তিনি বলেছেন, ‘আমাদের কাছে শিক্ষার প্রাধান্য সবার আগে, কিন্তু এক টুকরো কাপড়ের জন্য আমাদের শিক্ষা ধ্বংস করে দেওয়া হচ্ছে’ ! কর্ণাটকে মান্ডি এলাকার কলেজের ছাত্রী মুসকান !

See also  উত্তরপ্রদেশের অবস্থা কাশ্মীর,কেরল,বাংলার মতো হতে দেবেন না ; যোগী

 

 

হিজাব পরিহিতা তরুণী মুসকান গেরুয়া উত্তরীয় পরে মিছিল করে আসা যুবক দলের ‘জয় শ্রীরাম’ স্লোগানের সামনে অবিচল থাকার ভিডিও সোশ্যাল মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ! এই প্রসঙ্গে মুসকান আরও বলেছেন, ‘আমি ভয় পাইনি ! কলেজে ঢোকার সময় আমি বোরখা পরা দেখে তারা আমাকে ঢুকতে দিতে চাইছিল না ! তারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকলে আমি ‘আল্লাহু আকবার’ বলতে শুরু করি ! কলেজের অধ্যক্ষও আমাকে সমর্থন করেছেন এবং আমাকে সুরক্ষা দিয়েছেন’ ! গেরুয়া শিবিরের দাবি যে “হিজাব এবং বোরখায় পরিচিতির সমস্যা হতে পারে” !!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি