ক্রমে ভয়াবহ হয়ে উঠেছিল দেশ তথা রাজ্যের করোনা পরিস্থিতি। অসম্ভব দ্রুত গতিতে বেড়েছিল করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয়া স্বাস্থ্যবিধি জারি হয়েছিল রাজ্যজুড়ে। বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিনোদন পার্ক, হোটেল, রেস্তোরা, সুইমিংপুল, সেলুন ও বিউটি পার্লার। রাত ১০ টার পর বাজার হাট দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
সরকারি নির্দেশিকা যাতে ঠিকঠাকভাবে পালন হয় তারজন্য সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুর জুড়েও শুরু হয়েছিল প্রশাসনিক নজরদারি। এই পরিস্থিতিতে দুর্গাপুরের গোপালমাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত শিবশক্তি ধাম দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষ। দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মন্দির বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।
এদিকে রাজ্যের করোনা সংক্রমনের হার কিছুটা নিয়ন্ত্রণে আসার পরে, রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। রাজ্য সরকারের নিয়ম মেনে আবার গোপালমাঠ সংলগ্ন এলাকায় স্থিত শিবশক্তি ধাম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হল। মন্দির পরিচালন সমিতির এক সদস্য জানান, সমস্ত রকম কোভিড নিয়মাবলী মেনেই মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। সকল প্রকার দর্শনার্থীরা মন্দিরের আরতি ও পুজোতে দৈনন্দিন অংশগ্রহণ করতে পারবেন। শিল্পাঞ্চলবাশী পুনরায় শিবশক্তি ধাম খুলে যাওয়ার ফলে পূজা আর্চনা করার নতুন করে সুযোগ পেলেন এবং মন্দির কমিটির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সবায়।