আগামী ২৭ শে ফেব্রুয়ারী রাজ্যের বিভিন্ন পৌরসভার নির্বাচনের পাশাপাশি বর্ধমান পৌরসভার নির্বাচন হবার কথা । শাসক বিরোধী উভয় শিবিরেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে । কিন্তু সবার লক্ষ্য প্রার্থী নিয়ে । বিশেষত শাসকদল তৃণমূল কংগ্ৰেসের প্রার্থী কারা তা নিয়ে নানা আলোচনা । ইতিমধ্যেই বিভিন্ন সমাজ মাধ্যমে নানা নাম , তালিকা ঘোরাফেরা করছে । তার মধ্য থেকেই প্রস্তাবিত একটি প্রার্থী তালিকা নিয়ে সরগরম গোটা বর্ধমান শহর । ভাইরাল হয়ে যাওয়া সেই তালিকায় আবার স্বাক্ষর রয়েছে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস ও বর্ধমান শহর তৃণমূলের সভাপতি অরূপ দাস এর ।
প্রস্তাবিত প্রার্থী তালিকা অনুসারে ৩৫ টি ওয়ার্ড এ বহু নাম রয়েছে।কোনো কোনো ওয়ার্ড এ তিন থেকে চারজনের নাম ও প্রস্তাব করা হয়েছে । যদিও বর্তমান পৌর প্রশাসক মন্ডলীতে যারা রয়েছেন তার মধ্যে উপ পৌর প্রশাসকদের নাম নেই ভাইরাল হয়ে যাওয়া প্রস্তাবিত প্রার্থী তালিকায় । নেই আইনুল হক , আলপনা হালদার এর নাম । অবশ্য প্রস্তাবিত প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসাবে রয়েছেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বয়ং আবার ৩২ নম্বর ওয়ার্ড এ রয়েছেন বর্ধমান শহর তৃণমূলের সভাপতি স্বয়ং । যদিও সমাজ মাধ্যমে নাম বা তালিকা ভাইরাল হতেই তৃণমূল কংগ্ৰেস এর জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন , দল কোনো প্রার্থী ঘোষনা করে নি ।
আলোচনা চলছে । যে বা যারা এসব করছেন দায় তাদের । কিন্তু প্রশ্ন হল বিধায়ক ও শহর তৃণমূল সভাপতির স্বাক্ষর করা এই তালিকা এল কোথা থেকে ? সই কি জাল করা হয়েছে ? যদি তাই হয় তাহলে বিধায়ক বা শহর তৃণমূল এর সভাপতি যিনি নিজেই বর্ধমান আদালতের আইনজীবী তাঁরা আদালতে অভিযোগ করছেন না কেন তা নিয়েও প্রশ্ন শহরজুড়ে । দেখে নিন “ভাইরাল” হওয়া ওয়ার্ড ভিত্তিক প্রস্তাবিত প্রার্থী তালিকায় কারা রয়েছেন ।যদিও এই তালিকার সত্যতা যাচাই করেনি ”তারা নিউজ” ।পাপাই সরকারের রিপোর্ট তারা নিউজ পূর্ব বর্ধমান।
প্রস্তাবিত প্রার্থী তালিকা যা ভাইরাল সমাজ মাধ্যমে
১. অসংরক্ষিত – বিকাশ মন্ডল , সুমিত শর্মা
২. অসংরক্ষিত , মহিলা – তনুজা বেগম ,ইয়াসমিন খান , রিমা মির্জা
৩. তপশিলী , মহিলা – চায়না কুমারী , অনিতা কুমারী প্রসাদ , মমতা কুমারী
৪. অসংরক্ষিত – সেখ নুরুল আলম , সেখ মহম্মদ আলি
৫. অসংরক্ষিত – শেফালি বেগম , ইফতিকার আহমেদ
৬ . তপশিলী , মহিলা – মনিকা মন্ডল , সিমরান বাল্মিকী , শিবানী রাজবংশী
৭.অসংরক্ষিত , মহিলা – ইতু ব্যানার্জী , মিঠু সিং , এনাক্ষী সাহা
৮ . অসংরক্ষিত – সুতপা ভট্টাচার্য , তন্ময় সিংহরায় , বিশ্বজিৎ ভট্টাচার্য
৯ . অসংরক্ষিত – শিখা সেনগুপ্ত
১০ . অসংরক্ষিত , মহিলা – চৈতালী সরকার , চন্দ্রা দাস
১১.অসংরক্ষিত – পরেশ সরকার , শিবশঙ্কর ঘোষ
১২ . অসংরক্ষিত – ভবতোষ চক্রবর্তী , নিহারেন্দু আদিত্য , ডাঃ কিরণচন্দ্র দাস
১৩. অসংরক্ষিত , মহিলা – তৃষ্ণা সরকার , পম্পা পাল , সমাপ্তিকা মন্ডল
১৪ . অসংরক্ষিত – গৌরীশঙ্কর ভট্টাচার্য , সেখ তাজিবুর রহমান , সুজিত বিশ্বাস
১৫ . অসংরক্ষিত – নিমাই মজুমদার , ডাঃ শঙ্খশুভ্র ঘোষ
১৬.তপশিলী – পূর্ণিমা ভকত , সুজিত বিশ্বাস
১৭ . অসংরক্ষিত , মহিলা – রূপালী কৈবর্ত্য
১৮ .অসংরক্ষিত – প্রদীপ রহমান
১৯ . অসংরক্ষিত – সাহাবুদ্দিন খান , মোল্লা লিয়াকত হোসেন , ইমরান কায়ুম
২০ . অসংরক্ষিত , মহিলা – মমতা রায় , স্বীকৃতি হাজরা
২১ . অসংরক্ষিত – শ্যামাপ্রসাদ ব্যানার্জী , জয়দেব মুখার্জী , সৌগত হালদার , সুনীল সাউ
২২ . অসংরক্ষিত – নাড়ুগোপাল ভকত , সমীর মুন্ডা , সুবীর ঘোষ
২৩ . অসংরক্ষিত , মহিলা – মৌসুমী দাস
২৪ . অসংরক্ষিত – খোকন দাস
২৫ . অসংরক্ষিত – আশিস বিশ্বাস , অনুপ আচার্য , ভজন দত্ত , আজিজুল হক মন্ডল
২৬ . অসংরক্ষিত , মহিলা – নয়ন মল্লিক , রিঙ্কু খাতুন , নাজমুনারা বেগম
২৭. অসংরক্ষিত – ইন্তেখাব আলম , মহম্মদ আসরাফউদ্দিন , বসির আহমেদ
২৮ .অসংরক্ষিত – রেখা তেওয়ারী , অমিত সোনকার , প্রসেনজিৎ দাস
২৯ . তপশিলী – সুশান্ত প্রামাণিক
৩০ . অসংরক্ষিত , মহিলা – রত্না রায় , হেনা খান
৩১. অসংরক্ষিত – শান্তনু দত্ত , আবদুল রব
৩২. অসংরক্ষিত – অরূপ দাস
৩৩. অসংরক্ষিত , মহিলা – সোনামনি দাস , আরো ২ জন ( ভাইরাল তালিকায় অস্পষ্ট )
৩৪. অসংরক্ষিত , মহিলা – উমা সাঁই , রমাপ্রসাদ মুখার্জী
৩৫. অসংরক্ষিত – সনৎ বক্সী , সোমা বক্সী , তপন দাস
এই তালিকা ঘিরেই একাধিক ওয়ার্ড এ শুরু হয়েছে অসন্তোষ । ২১ নম্বর ওয়ার্ড বহিরাগত কোনো প্রার্থী মানছি না বলে ইতিমধ্যেই ব্যানার দিয়েছেন তৃণমূলেরই একাংশ । বিক্ষোভ ও দেখিয়েছেন তারা । অনান্য একাধিক ওয়ার্ডে ক্ষোভ দানা বাঁধছে ভাইরাল হওয়া তালিকা ঘিরে । শেষ পর্যন্ত কি তালিকা প্রকাশ করে শাসকদল তার দিকেই তাকিয়ে সকলে । আপাতত ভাইরাল হয়ে যাওয়া প্রস্তাবিত প্রার্থী তালিকা নিয়েই শীতের আবহাওয়ায় উত্তাপ বাড়ছে শহরের রাজনৈতিক আবহে ।