কৃষ্ণ সাহার রিপোর্ট:- তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শ্যামসুন্দরের নির্মিত হচ্ছে জনসেবা কার্যালয়। 24 ঘন্টা সাধারণ মানুষকে পরিষেবা দেবার জন্য এই জনসেবা কার্যালয় নির্মাণ করা হচ্ছে বলে জানালেন রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা। একুশের বিধানসভা নির্বাচনে রায়না বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে। তাই সাধারণ মানুষের আশীর্বাদ কে মাথায় নিয়ে কিছু দিনের মধ্যেই রাজ্য নেতৃত্ব দের উপস্থিতিতে শ্যামসুন্দরে জনসেবা কার্যালয় উদ্বোধন হবে।
একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া নিজের কর্তব্য বলে মনে করেন বিধায়িকা। দলের পার্টি অফিস মানেই সেখানে যেতে কিছুটা দ্বিধা বোধ করে অন্য রাজনৈতিক দলের মানুষরা। কোন পরিষেবার জন্য নির্দিষ্ট কোন দলের পার্টি অফিসে যেতে সংকোচ বোধ করে। তাই শ্যামসুন্দরে পার্টি অফিসের পরিবর্তে জনসেবা কার্যালয় করা হয়েছে বলে জানালেন বিধায়িকা সম্পা ধারা। যেকোনো পরিষেবা নিতে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এই জনসেবা কার্যালয়ে আসতে পারবেন বলে জানিয়েছেন তিনি। প্রত্যেকদিন সকাল দশটা থেকে প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত এই জনসেবা কার্যালয়ে নিজেই থাকবেন বিধায়িকা। এছাড়া এখান থেকে 24 ঘন্টা পরিষেবা পাবে সাধারণ মানুষ বলে জানালেন বিধায়িকা শম্পা ধারা।