আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গঙ্গাসাগর মেলা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি.উল্গানাথন আজ আলিপুর জেলা পরিষদ ভবনে সাংবাদিক সম্মেলন করলেন।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
গঙ্গাসাগর মেলা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি.উল্গানাথন আজ আলিপুর জেলা পরিষদ ভবনে সাংবাদিক সম্মেলন করলেন।
পি.উল্গানাথন বললেন, এবছর গঙ্গাসাগর মেলায় কোভিড বিধি মেনে পঞ্চাশ জন করে কপিলমুনি মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে। প্রতিটি প্রবেশপথে থাকছে স‍্যানিটাইজার টানেল, প্রায় দশ লক্ষ মাস্ক বিতরণ করা হবে। আজ আলিপুরে এক সাংবাদিক সন্মেলনে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক পি.উল্গানাথন একথা জানান।

এছাড়াও কোভিড আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দিতে ইতিমধ্যে বেসরকারি এ‍্যাপোলো হাসপাতালের দশজন চিকিৎসক বিনা পারিশ্রমিকে ‘ডক্টরস অন হুইল’ ব‍্যবস্থায় থাকছেন। এর পাশাপাশি কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলা করতে জেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ বলে জেলা শাসক আত্মবিশ্বাসী।
See also  মারা গেলে মৃতদেহে গোলাপ দিয়ে আসব ; ভাঙড়ে আত্মঘাতী যুবক !

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি