আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাজ্যে ব্যাঘ্রসুমারির শুরু হয়েছে বলে জানালেন বনমন্ত্রী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২ জানুয়ারি
রাজ্যে শুরু হয়ে গিয়েছে ব্যাঘ্রসুমারির কাজ । চিড়িয়াখানাগুলিরও আধুনিকীকরণের কাজ চলছে। রবিরার পূর্ব বর্ধমানের রায়নার মাছখান্ডা গ্রামে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এইকথা জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।এদিন তিনি আরো বলেন, নতুন করে বেশ কিছু ডিয়ার পার্ক গড়া হচ্ছে ।সেখানে হরিণ ছাড়া হবে।

পাশাপাশি বাঘের সংখ্যা জানতে রাজ্যে ব্যাঘ্রসুমারি চলছে। বক্সা থেকে নেওড়া ভ্যালি, গরমারা বা সুন্দরবন এলাকায় একাজ হবে। বাঘের গলায় কলার পরানো হবে। বনে প্রচুর ক্যামেরাও বসানো হবে। বনমন্ত্রী এও বলেন ‘উষ্ণায়ন রোধ করতে রাজ্যে আরো বেশি করে গাছ লাগানো হবে।মাছখাণ্ডা বিদ্যালয়ের অনুষ্ঠানে বনমন্ত্রী ছাড়াও খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার সহ রায়নার বিধায়ক শম্পা ধারা উপস্থিত ছিলেন ।
See also  পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পুলিশের জালে আবারো ধরা পরল 3জন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি