আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১০০ দিনের কাজ কতটা হয়েছে খতিয়ে দেখতে এলেন ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ও বিডিও

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
১০০ দিনের কাজের আওতায় গত বছর থেকে এখনো পর্যন্ত যে কাজগুলি হয়েছে সেই সব কাজগুলি খতিয়ে দেখতে এলেন প্রতিনিধি দল । আজ প্রধানত নাড়ুগ্রাম এবং সেহারা পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় যেখানে ১০০ দিনের কাজ হয়েছে সেইসব জায়গা খতিয়ে দেখছেন। প্রত্যেকদিন দুটি করে পঞ্চায়েত এলাকা এভাবেই নিরীক্ষণ করা হবে।
যারা এতদিন ধরে ১০০ দিনের কাজ করেছেন তারা সঠিকভাবে কাজ করেছেন কিনা, ১০০ দিনের কাজে তাদের উপস্থিতির হার সঠিক কিনা, ওয়ার্ক ডিমান্ড আর ওয়ার্ক অ্যালোকেশনের মধ্যে সামঞ্জস্য আছে কিনা মূলত এই দিকগুলির ওপর নজর রাখা হচ্ছে আজকের এই অভিযানে। আজকের এই অভিযানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট নোডাল অফিসার সব্যসাচী রায় থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এবং ব্লকের ভারপ্রাপ্ত আধিকারিক রা ,এমন টাই জানালেন রায়না ১ ব্লকের বিডিও লোকনাথ সরকার।
See also  ব্যাঙ্ক ধর্মঘট সফল রায়নায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি