আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুলিশের জালে ধরা পরলো ২ মোবাইল চোর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লক অন্তর্গত মাধবডিহি থানার তৎপরতায় ধরা পড়লো দুই মোবাইল চোর সহ ৫ টি মোবাইল হ্যান্ডসেট। পুলিশ সূত্রে জানা যায় মাধবডিহি থানার অন্তর্ভুক্ত পহলানপুর বাজার থেকে দুই ব্যক্তি-কে আটক সহ ৫ টি মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয় মাধবডিহি থানার অফিসার ইনচার্জ সুব্রত বেড়ার হস্তক্ষেপে।
জানা যায় আটক করা দুই ব্যক্তির নাম প্রশান্ত দাস , বয়স-২৮ বছর, অপরজন ভানু মন্ডল, বয়স-৪৬ বছর। উভয়েরই বাড়ি খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রামে। মোবাইল সহ ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে কোনোরকম সদুত্তর না পাওয়ায় তাদের গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে মাধবডিহি থানার পক্ষে পাঠানো হয় বর্ধমান আদালতে।
যারা মোবাইল ফোন হারানোর পর থানায় জিডি করতে অনীহা প্রকাশ করেন তাদের উদ্দেশ্যে মাধবডিহি থানার অফিসার ইনচার্জ জানান , ‘হারানো বা খোয়া যাওয়া মোবাইল দিয়ে অনেক অপরাধ সংগঠিত হয়। তাই মোবাইল ফোন হারিয়ে গেলে নিকটস্থ থানায় সঠিক তথ্যসহ জিডি করার অনুরোধ রইল’।
কৃষ্ণ সাহার রিপোর্ট
See also  বাংলা থেকে বিশ্বজয়—ড. তারুণ পালের হৃদয়স্পর্শী STEM বক্তৃতা মালয়েশিয়ার ১৮টি সরকারি বিদ্যালয়ে প্রশংসিত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি