আসন্ন নির্বাচনে গোয়ায় মহারাষ্ট্র বাদী গোমন্তক পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেস। শোনা যাচ্ছে,তৃণমূলের সঙ্গে জোট গড়তে রাজি হয়েছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি বা এমজিপি। এমজিপি সভাপতি দীপক ধাবলিকর সোমবার সাংবাদিক বৈঠকে জানান, তাঁদের দলের কেন্দ্রীয় কমিটি আগামী বছরের শুরুতে রাজ্য নির্বাচনের জন্য তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গোয়া নির্বাচনে এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বা নির্বাচনী মুখ কে হবেন সেই নিয়ে আলোচনার পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে সোমবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে, গোমন্তক পার্টির সাথে নিজেদের জোটবদ্ধ হওয়ার কথা। 2017 সাল নাগাদ গোয়া বিধানসভা নির্বাচনে তিনটি আসন পেয়েছিল এমজিপি। পরে এমজিপি এর থেকে দুজন বিধায়ক যোগদান করেছিলেন গেরুয়া শিবিরে। বর্তমানে এমজিপির শুধুমাত্র এক জন বিধায়ক রয়েছেন। তৃণমূলের সঙ্গে এই জোট করার গোয়ায় বিজেপির বিরোধী প্রধান দল কংগ্রেস কিছুটা হলেও শক্তি ক্ষয় করেছে।