আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

“বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।” গানের লেখা তাঁর, সুর তাঁর এমনকি গেয়েওছেন তিনি। তিনি কোন বিখ্যাত সুরকার কিংবা পেশাদার গায়ক নন। একজন ছাপোষা বাদাম বিক্রেতা তিনি। নাম ভুবন বাদ্যকর। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি।

এইমুহূর্তে নেটপাড়া সরগরম তাঁর গানের ভিডিওতেই। বাদাম বেচেই দিন কাটে ভুবন বাদ্যকরের। পসার জমানোর জন্য মজাদার সব গানও গেয়ে থাকেন তিনি। ফেসবুক থেকে ইউটিউব, তাঁর গানের ভিডিও দিয়ে তৈরি রিলসে ছড়াছড়ি। তাঁর গাওয়া গানের ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন কয়েক মিলিয়ন দর্শক। আগে “বাদাম নেবে গো” বলে ডাকলে দেখা পাওয়া যেত না খরিদদারদের। তাই বুদ্ধি করে গান তৈরি করে ফেলেছেন ভুবন বাদ্যকর।

তাঁর গান ভাইরাল হবার পর থেকেই বাড়িতে কাতারে কাতারে লোক ভিড় জমাচ্ছেন গান শুনতে নয়ত সেলফি তুলতে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গানটি তুমুল জনপ্রিয় হয়েছে বাংলাদেশেও। সে দেশের অনেক ইউটিউবার ভুবন বাদ্যকরের সঙ্গে ইতিমধ্যে নাচও করে গিয়েছেন।

 

See also  লাদাখের ভারত-চীনে সেনা সংঘর্ষে শহিদ বীরভূমের বীরসন্তান রাজেশ ওরাং

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি