আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষে ওভার লোডিং বালির ট্রাক সহ গ্রেফতার ৩

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ওভারলোড গাড়ির যাতায়াত বন্ধ করার জন‍্য ইতিপূর্বে সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে । তবুও একাংশ ট্রাক চালক বিশেষত বালি মাফিয়ারা নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বলে অভিযোগ । ওভারলোড গাড়ির যাতায়াতের ফলে গ্ৰামীণ এলাকার রাস্তা গুলোর যেমন ক্ষতি হচ্ছে , সেতুর ক্ষতি হচ্ছে তার পাশাপাশি সরকারের রাজস্ব তেও ঘাটতি তৈরী হচ্ছে ।

সন্ধ‍্যা নামলেই বেআইনী বালির গাড়ির যাতায়াত বাড়ছে বলে ও অভিযোগ।এবার কড়া নজরদারি শুরু করলো পুলিশ।খন্ডঘোষ থানার পুলিশ সূত্রে জানা যায় খণ্ডঘোষ এর দইচাদা এবং পোলেমপুর এলাকা থেকে তিনটি বালির ট্রাক সহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত বালি বোঝাই এবং নির্দিষ্ট চালান ছাড়াই গাড়িতে বালি নিয়ে যাওয়া হচ্ছিলো ।

এর পাশাপাশি খণ্ডঘোষ এর পোলেমপুর এলাকা থেকে ৩৫ লিটার চোলাই মদ সহ একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় ওই মহিলা এলাকায় বেশ কিছুদিন ধরে চোলাই মদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে খণ্ডঘোষ থানার পুলিশ মদসহ ওই মহিলাকে গ্রেফতার করে নিয়ে আসেন খন্ডঘোস থানায় । খণ্ডঘোষ থানার পুলিশ আজ মোট চারজন অভিযুক্তকে বর্ধমান আদালত পেশ করছেন।

See also  আনলক টু এর প্রথম দিনে পালিত হলো একলক্ষী বাজারে রথ উৎসব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি