আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ইসরো-তে একাধিক পদে কর্মী নিয়োগ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ইসরো চন্দ্রাভিযান-২ নিয়ে রহস্য অব্যাহত। সত্যি কি ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে পারি দিতে পেরেছে? এই নিয়েই জল্পনা চলছে গোটা বিশ্ব জুড়ে। যদিও ইসরো প্রধান জানিয়েছেন, চাঁদের দক্ষিণ মেরুতে পা দিয়েছে ভারত।  
এই জল্পনার মাঝেই একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আগামী ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।
 বিস্তারিত তথ্য জানতে ইসরো অফিশিয়াল ওয়েবসাইট https://www.isro.gov.in –এ ক্লিক করুন।
নিয়োগকারী সংস্থাঃ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন
পদ সংখ্যাঃ ৮৬
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা ও আইটিআই সার্টিফিকেট থাকা প্রয়োজন।
মাসিক বেতনঃ  টেকনিশিয়ান ও ড্রাফটম্যানদের জন্য মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা।
টেকনিশিয়ান অ্যাসিসটেন্টদের ৪৪,৯০০ টাকা।    
বয়সসীমাঃ  ১৮ – ৪০ বছর বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এসসি / এসটি দের জন্য থাকবে অতিরিক্ত সংরক্ষণের ব্যবস্থা। 
কী ভাবে আবেদন করবেন ?
১. প্রথমে ইসরো অফিশিয়াল ওয়েবসাইট https://www.isro.gov.in –এ ক্লিক করুন
২. সেখানে গিয়ে Careers অপশানে ক্লিক করুন।

৩. এরপর HSPC –অপশানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করুন।


আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ – 9775728465/9734743074

কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ‘ কৃষকসেতু বাংলা ‘ আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়

আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email – [email protected]


See also  গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরই নড়েচড়ে বসল প্রশাসনিক মহল থেকে শুরু করে রাজ্যের একাধিক পৌরসভার অধিকারিকগণ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি