অকালপ্রয়াত বন্ধুর স্মৃতির উদ্দেশ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলেন তারই বন্ধুরা। শ্যামসুন্দর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেই আজকের এই ফুটবল টুর্নামেন্ট। আজকের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট আটটি দল। টুর্ণামেন্টে এন্ট্রি ফি রাখা হয়েছে 5000 টাকা।আজকের এই ফুটবল টুর্ণামেন্টে যারা জয়লাভ করবে তারা পাবেন 41 হাজার টাকা এবং যারা বিজিত হবেন তারা পাবেন 31 হাজার টাকা।
আজকের এই ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জননেতা বামদেব মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্ত, জয় হিন্দ বাহিনীর সভাপতি ,কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল এলাকাবাসী এবং তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব। আজকের এই খেলার আয়োজন করা হয়েছে শ্যামসুন্দর কলেজ মাঠ বিডিও অফিসের সামনে। এমনটাই জানালেন শ্যামসুন্দর কলেজ ছাত্র পরিষদের সদস্য সৈকত নেগেল।