আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাতসকালে ৬৫ টি হাতি পাকা ধান জমিতে তান্ডব চালিয়ে পালালো

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দেবজিৎ দও ( বাঁকুড়া ) :- বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধানসিমলা পঞ্চায়েতের বহরপুর, শ্যামনগর, কাশিপুর,যুমসোরা সহ অন্যান্য এলাকার চাষীদের ধান জমিতে সাতসকালেই ৬৫ টি হাতির দল তান্ডব চালানো। এর ফলে ঐ সব এলাকার ধান চাষীদের মাথায় হাত পড়েছে।আর ক’দিন পরেই মাঠের ধান কাটার সময়। বিঘার পর বিঘা ধান মাড়িয়ে জঙ্গলে মানুষের তাড়া খেয়ে পালালো।

বহরপুর গ্রামের সেখ তাহের সুলতান,সেখ রিজাউলনামে দুই ধান চাষী বলেন, আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ বর্ধমান দিকে আসা ৬৫ টি হাতির দল পাকা ধানের উপর তান্ডব চালিয়েছে।এর আগে বন্যার সময় অনেক ধান নষ্ট হয়ে গেছে।আর যে টুকু বাকি ছিল সব হাতিতে শেষ করে দিল। আমাদের চাষের উপর নির্ভর করে সংসার চলে। এরপর কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না।

See also  মেয়ের মৃত্যু সংবাদ পেয়েও লকডাউনের জেরে বিহারের বাড়িতে ফিরতে পারছেনা পরিযায়ী শ্রমিক মা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি