আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কেতুগ্রাম 1 নম্বর ব্লকের কাঁটাড়ী পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় নজর কেড়েছে সকলের।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রতিনিধি :- আমিনুল ইসলাম
পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম 1 নম্বর ব্লকের পালিটা গ্রাম পঞ্চায়েতের কাঁটাড়ী পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয় পরিকাঠামোর দিক থেকে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ।গোটা ব্লকের মধ্যে সেরা বিদ্যালয় হিসাবে নিজেকে সাজিয়ে তুলেছে। এই স্কুলের বয়স খুব কম ,মাত্র 16 বছর । 2002 সালে এই বিদ্যালয়ের পথ চলা শুরু।

এই স্কুলটি দেখলেই মনে হতে পারে আপনি কোন পার্কে এসেছেন, আবার এও মনে হতে পারে আপনি কোন সবজি বাগান এসেছেন, আবার দেখলেই মনে হতে পারে আপনি কোন হোটেল এসেছেন ,না এগুলো কোনোটাই নয় আপনি এসে উপস্থিত হয়েছেন কেতুগ্রাম 1 নম্বর ব্লকের কাঁটাড়ী প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়ের পরিকাঠামো এত সুন্দর দেখলে চোখ ধাঁধিয়ে যায়।

 বিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে রংবেরঙের ছবি, কবিতা ,ছড়া ,ইংরেজি বর্ণমালা, বিভিন্ন মনীষীদের ছবি, তাদের জন্ম তারিখ মৃত্যু তারিখ ,নানান ধরনের ছড়া, ইংরেজি মাসের নাম ,ইংরেজি সপ্তাহের নাম, সহ রংবেরঙ্গের কার্টুনে সাজিয়ে তোলা হয়েছে স্কুলটাকে। এখানেই শেষ নয় স্কুলের মিড ডে মিলের পরিকাঠামো দেখলে চোখ ধাঁধিয়ে যাবে ।স্কুলে রয়েছে সিসিটিভি ক্যামেরা ।বাচ্চাদের জন্য রয়েছে কার্টুন দেখার জন্য এলসিডি । কোন বাচ্চা পেন রং খাতা আনতে ভুলে গেলেকোন অসুবিধা নেই প্রধান শিক্ষক স্কুলে মধ্যেই ব্যবস্থা রেখেছেন খাতা, পেন পেন্সিলের। সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলে দেখতে পাবেন বিরাট সবজি বাগান, পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গাছ, তার পাশে রয়েছে মৎস্য চাষ। সব মিলিয়ে চোখ-ধাঁধানো পরিকাঠামো কাঁটাড়ী পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ।এই বিদ্যালয়ে সরকারের কাছ থেকে বেশ কয়েকটি পুরস্কার ছিনিয়ে নিয়েছে যেমন নির্মল বিদ্যালয়, শিশু মিত্র।

এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী রয়েছে মোট 264 জন শিক্ষক মহাশয় রয়েছেন 8 জন এবং বিদ্যালয়ের ক্লাসরুম রয়েছে দশটি। তাই স্কুলের ছাত্রছাত্রীরা জানিয়েছেন তাদেরকে ঘরে থাকতে ভালো লাগে না সব সময় তাদের মন টানে স্কুল দিয়ে।

See also  মাধ্যমিকে এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় কারা

স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামারুজ্জামান জানান,আমার মনে হয়েছিল আমি বিদ্যালয়টিকে জেলার সেরা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করব চেষ্টা করছি সেই পথে হাঁটার। আমার স্কুলের অন্যান্য শিক্ষকরা আমাকে খুব সাহায্য করে। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরা আমাকে খুব হেল্প করেছে। যার জন্য আমি এত সুন্দর স্কুল করতে পেরেছি।আর কিছু জায়গা যদি কেউ দান করে তাহলে একটা বড় খেলার মাঠ তৈরি করে দেবো ছাত্র-ছাত্রীদের জন্য।

আপনার পাড়ার পুজো তুলে ধরুন আমাদের মাধ্যমে কৃষক সেতু বাংলা
যোগাযোগ – 9775728465/9734743074

কৃষক সেতু বাংলা নিউজ আপডেট পেতে,
আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আপনি কি কবিতা , গল্প লেখেন ?
আমাদের পাঠান ‘ কৃষকসেতু বাংলা ‘ আপনার লেখা প্রকাশিত হবে, আমাদের  পুজো সংখ্যায়

আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email – [email protected]

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি