আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মেমারির বোহার গ্রামে দুর্গা মন্দির উদ্বোধন করলেন সাংসদ অর্জুন সিং

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বলরাম সাহা

পূর্ব বর্ধমান:- মেমারী: পূর্ব বর্ধমান জেলার মেমারী থানা অন্তর্গত বোহার গ্রামে  “বোহার দুর্গামন্দিরটি” বোহার বয়েজ ক্লাবের তত্বাবধানে সম্প্রতি নির্মিত মন্দিরের উদ্বোধন করলেন ব্যারাক পুরের সাংসদ অর্জুন সিং।
এদিন সাংসদ অর্জুন সিং প্রথমেই মন্দিরে প্রণাম করেন,এবং তাঁর হাত ধরে সকল সদস্যগণ প্রদীপ প্রজ্জ্বলন করে মন্দিরের শুভ সূচনা হয়।

এদিন অর্জুন বাবু সংবাদ মাধ্যমের সামনে IPS SMH মির্জা ও রাজীব কুমারের বিষয়ে বিশেষ আলোকপাত করেন।
পাশাপাশি এই  অনুষ্ঠান উপলক্ষে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সঃ সম্পাদক এবং খ্যাতনামা লেখক শ্রীমৎ স্বামী বেদানন্দ মহারাজ জী দুর্গা মন্দিরের শুভ উদ্বোধন করেন।

 

  • এই অনুষ্ঠানে পূজা,হোম,গীতা পাঠ, চন্ডীপাঠ,প্রসাদ বিতরণ ও হরিনাম সংকীর্তন হয় সারাদিন ধরে।

উলেখ্য:- গ্রামের বিশিষ্ট সমাজসেবী অরূপ সিংহ রায় জানান,১২৫ বছর ধরে অর্থাৎ দাদুর…দাদুর আমল থেকে শিব মন্দির পূজিত হয়ে আসছিলো এবং বছরের পর বছর দুর্গা পূজাও হয়ে আসছিলো সুতরাং যে অবস্থায় মন্দির হয়ে পড়েছিল তা আমরা ও গ্রামবাসীরা একত্রিত হয়ে পঁয়তাল্লিশ লাখ টাকা খরচ করে এই দুর্গা মন্দির নির্মাণ করা হয়েছে তাঁরই আজ শুভ উদ্বোধন হলো আজ।

                                            এনআরসি আতঙ্কে এবার মৃত্যু পূর্ব বর্ধমানে

See also  স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সেজে উঠছে মেচেদা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি