আমিরুল ইসলাম ( ভাতার ) :- প্রতি বছরের ন্যায় এ বছরও ভাতারের রামপুর গ্রামে গুপ্ত পরিবারে লক্ষ্মীপুজো কে কেন্দ্র করে আমাদের এলাকার সকল সম্প্রদায়ের মানুষ।
তিন দিনব্যাপী সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল গুপ্ত পরিবারের পক্ষ থেকে।
গতকাল রাত্রে এসেছিলেন টলিউডের নায়িকা সায়ন্তিকা চ্যাটার্জি, গায়ক রাহুল দত্ত ও সতিস।
গুপ্ত পরিবারের সদস্য সুব্রত গুপ্ত জানান, বর্তমানে আমাদের লক্ষ্মীপুজো সর্বজনীন হয়ে গেছে। আজ প্রথমে বিধায়ককে সম্বর্ধনা জানালাম। পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হল। এলাকার বহু মানুষ এসেছিলেন অনুষ্ঠান দেখতে। প্রশাসন দারুণভাবে সহযোগিতা করেছে আমাদেরকে।