আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দেবী দুর্গা ও তাঁর দুই কন্যা লক্ষ্মী – সরস্বতীর পরনে থাকা সমস্ত অলংকার চুরি করে নিয়ে
পালালো চোরেরা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- অসুর নাশনী দেবী দুর্গাকেও রেহাই দিল না চোরেরা।দেবীপক্ষে সপরিবার মর্তলোকে আসা দেবীদুর্গার পরণে থাকা সমস্ত অলংকার চুরি করে নিয়ে পালানোর অভিযোগ উঠলো চোরেদের বিরুদ্ধে ।অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার করজগ্রামে।শুক্রবার সপরিবার দেবী কৈলাশে ফিরে গেলেও এই ঘটনা নিয়ে চরম অনুতাপে দিন কাটাচ্ছেন করজগ্রামের বাসিন্দারা।কাটোয়া থানার পুলিশ দেবী দুর্গা ও তাঁর কন্যাদের পরণে থাকা সোনা- রুপোর অলংকার চুরির ঘটনার তদন্ত শুরু করেছে ঠিকই ।তবে পুলিশ কুখ্যাত চোরেদের এখনও নাগাল পায়নি ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , করজগ্রামের ঘোষ পাড়ায় রয়েছে দুর্গা মন্দির ।প্রতি বছরের মত এ বছরও ওই মন্দিরে দুর্গা পুজোর আয়োজন করেন এলাকাবাসী ।
পূজোর সময় দেবী দুর্গা সহ তাঁর দুই কন্যা লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমায় পরানো হয়েছিল রুপার মুকুট,সোনার হার,টিকলি, নাকের নথ ও সোনার টিপ । পুজো আয়োজকদের দাবি ওই সমস্ত অলংকারের মূল্য লক্ষাধিক টাকা হবে । নবমীর সন্ধ্যারতির পর মন্দিরে তালা লাগিয়ে পুজো আয়োজকরা সকলে বাড়ি চলে যান ।

পরের দিন সকালে মন্দিরে এসে তাঁরা দেখতে পান মন্দিরের গেটের তালা ভাঙা । প্রতিমার পরণে থাকা কোন অলঙ্কারই আর নেই।এমনটা দেখে মুষরে পড়েন এলাকার দেবী ভক্তকুল ও পুজো আয়োজকরা ।দেবী মহিষাসুর বধ করেছে ,সেই রাগেই কি চোরেরা দেবীর পরনে থাকা অলংকার চুরি করল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে করজ গ্রামের বাসিন্দাদের মুখে মুখে। তাঁরা ঘটনা সবিস্তার উল্লেখ করে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করে চোরেদের কঠিন শাস্তির দাবি করেছেন।

See also  নির্বাচনী প্রচারে এলেন বিজেপি মনোনীত প্রার্থী মানিক রায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি