আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দেখা হলে বর্ণপরিচয় উপহার দেব, দিলীপ ঘোষকে কটাক্ষ বাবুলের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দলবদলের পর বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কড়া ভাষায় কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) আজ, রবিবার তৃণমূলের (TMC) সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ (Dilip Ghosh) প্রসঙ্গ উঠলে বাবুল বলেন, “ওনাকে নিয়ে কোনও মন্তব্য করব না।

তবে বিজেপি-র রাজ্য সভাপতির সঠিক বাংলা জানা প্রয়োজন। তাই দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দেবো। আমার মনে হয়, দিলীপদাকে বাংলা ভাষা নতুন করে শিখতে হবে। উনি যেটা বলেন, সেটা বাংলা নয়। উনি বাংলা ভাষাকে কলুষিত করেন। ভদ্র বাংলা ভাষা কী সেটা ওনার জানার প্রয়োজন আছে। বিরোধিতা করাই ওনার কাজ। সেটা করুন। কিন্তু বাংলা ভাষা ওনাকে শিখতে হবে।’’

প্রসঙ্গত, বিজেপিতে থাকাকালীন বাবুল সুপ্রিয়র সঙ্গে দিলীপ ঘোষের ঠাণ্ডা লড়াই কারও অজানা নয়। এমনকী মাসখানেক আগে বাবুল সোশ্যাল মিডিয়ায় যেদিন লম্বা পোস্ট করে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন, সে দিনও তিনি সাংসদ পদ ছাড়বেন কি না তা নিয়ে প্রশ্নের উত্তরে দিলীপ বলেছিলেন, ‘‘মাসির গোঁফ হলে মাসি বলব না মেসো বলব, তা ঠিক করব। আগে তো মাসির গোঁফ হোক।’’ তৃণমূলে যোগদানের পর এদিন যেন ঘুরিয়ে তারই জবাব দিলেন বাবুল।

See also  এবার সরকার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মুঠো ফোন কেনার জন্য দেবে ৮ হাজার টাকা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি